
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে এক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগাউড়া গ্রামে এ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়াও আশপাশের কয়েকটি বাড়িতে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন গৌতম বনিক, আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সাবেক প্রেসিডেন্ট ও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন রেজাউল হক রেজু, লায়ন মো. লিটন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচীতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তাই প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করা।
বক্তারা আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম চালু রাখতে হবে। বিজ্ঞপ্তি
Channel Jainta News 24 





















