ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাজী তৈরির সময়, আচমকা বিস্ফোরণে- ১ শ্রমিক আহত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৬

বাজী তৈরির সময়, আচমকা বিস্ফোরণে- ১ শ্রমিক আহত

 

সমরেশ রায় ও ম্পা দাস,( কলকাতা) পশ্চিমবঙ্গ:: রবিবার ( ১২ ই অক্টোবর রবিবার) হাওড়ার, রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেনের, একটি বাড়ির একতলায় বাজী তৈরির সময় ,আচমকা বিস্ফোরণ হলে-‌ গুরুতর জখম এক শ্রমিক। পাশাপাশি ওই বাড়ির একতলায় আগুন লেগে যায়,

 

আকাশ হেলা (৩২) নামে গুরুতর জখম শ্রমিককে কলকাতায় এসএস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়, সেখানেই রাত পর্যন্ত চিকিৎসা চলে আকাশের,

 

শব্দ শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও, দমকলকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন, ঘটনাস্থলে ছুটে যান চ্যাটার্জি হাট থানার পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

 

জানা যায় , পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজী তৈরি হতো ওই বাড়িটিতে, কোনো বেআইনি বাজী মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবং কিভাবে এই বিস্ফোরণ হল তাও খতিয়ে দেখছেন পুলিশ অফিসারেরা।

 

এলাকার বাসিন্দারা এবং দমকলের ইঞ্জিন সময় মতো যদি আগুন নেভাতে না পারতো, তাহলে হয়তো আরো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারতো। এরকম একটি ঘটনায় এলাকার বাসিন্দারা হতভাগ হয়ে পড়েন। প্রশাসনের অফিসারেরা বাড়িটি র পুরো অংশ খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে দমকলের অফিসাররাও উপস্থিত রয়েছেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

বাজী তৈরির সময়, আচমকা বিস্ফোরণে- ১ শ্রমিক আহত

প্রকাশিত: ০৬:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৬

বাজী তৈরির সময়, আচমকা বিস্ফোরণে- ১ শ্রমিক আহত

 

সমরেশ রায় ও ম্পা দাস,( কলকাতা) পশ্চিমবঙ্গ:: রবিবার ( ১২ ই অক্টোবর রবিবার) হাওড়ার, রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেনের, একটি বাড়ির একতলায় বাজী তৈরির সময় ,আচমকা বিস্ফোরণ হলে-‌ গুরুতর জখম এক শ্রমিক। পাশাপাশি ওই বাড়ির একতলায় আগুন লেগে যায়,

 

আকাশ হেলা (৩২) নামে গুরুতর জখম শ্রমিককে কলকাতায় এসএস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়, সেখানেই রাত পর্যন্ত চিকিৎসা চলে আকাশের,

 

শব্দ শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও, দমকলকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন, ঘটনাস্থলে ছুটে যান চ্যাটার্জি হাট থানার পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

 

জানা যায় , পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজী তৈরি হতো ওই বাড়িটিতে, কোনো বেআইনি বাজী মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবং কিভাবে এই বিস্ফোরণ হল তাও খতিয়ে দেখছেন পুলিশ অফিসারেরা।

 

এলাকার বাসিন্দারা এবং দমকলের ইঞ্জিন সময় মতো যদি আগুন নেভাতে না পারতো, তাহলে হয়তো আরো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারতো। এরকম একটি ঘটনায় এলাকার বাসিন্দারা হতভাগ হয়ে পড়েন। প্রশাসনের অফিসারেরা বাড়িটি র পুরো অংশ খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে দমকলের অফিসাররাও উপস্থিত রয়েছেন।