ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫ পড়া হয়েছে
১৩

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ উপজেলা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম (৫০) ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (৬৫)সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

 

রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

 

গ্রেফতারকৃত অন্যরা হলেন— উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও মোঃ রেজাউল করিম শেখ (৪৮)। পরে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরতপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

 

অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

 

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বাইরে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে- ডা. শামীমুর রহমান

Follow for More!

দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

প্রকাশিত: ০৬:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৩

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ উপজেলা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম (৫০) ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (৬৫)সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

 

রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

 

গ্রেফতারকৃত অন্যরা হলেন— উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও মোঃ রেজাউল করিম শেখ (৪৮)। পরে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরতপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

 

অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

 

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।