
নোমান আহমেদ কোম্পানীগঞ্জ :
সিলেট,কোম্পানীগঞ্জ উপজেলার,কোম্পানীগঞ্জ গ্রামে দুই বোনের ঝগড়ার জেরে ছোট বোনের বিষপানে মৃত্যুবরণ। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।
পুলিশ জানায়,বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের তোয়াব আলীর দুই মেয়ে বাড়িতে বসে পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়ায় জড়ায়। একপর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে ঝগড়াস্থল ত্যাগ করে ঘরের ভিতর গিয়ে বিষপান করে।
অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এরপর সুরতহাল ও ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়। জানা যায় এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
ঐদিকে,নিহত মেয়ের বাবা তোয়াব আলীকে সম্প্রতি বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার করে র্যাব। তিনি কারাগারে আছেন সেই মামলায়। তোয়াব আলী কোম্পানীগঞ্জ উপজেলার মৃত শরীয়ত আলীর ছেলে।মেয়ের মৃত্যুর পর তাকে শেষ বারের মতো দেখতে এবং জানাযায় অংশ নেয়ার অনুমতি প্রসঙ্গে তার স্ত্রী আদালতে আবেদন জানান। আদালতের অনুমতিতে প্যারোলে মুক্তি দেয়া হয় তোয়াব আলীকে।
শুক্রবার বাদ যোহর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পুলিশ তোয়াব’কে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তার বাড়িতে নিয়ে আসে। আসর পরে তিনি জানাজায় অংশ নেন। সিলেট জেলা পুলিশের সদস্যরা এ সময় নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং উপস্থিত স্থানীয়রা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।
Channel Jainta News 24 






















