ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে বিশাল শো-ডাউন: ৩১ দফার লিফলেট বিতরণ ও সমাবেশ 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৩

ছাতক (সুনামগঞ্জ)  প্রতিনিধি ::

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক’ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,আজকে আমাদের ছাতক পৌরসভা ও উপজেলার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

 

আমাদের ছাতক পৌরসভায় প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করেছি আমরা। আজকে মানুষের মধ্যে যে উচ্ছাস দেখেছি এতে বুঝা যাচ্ছে মানুষ নির্বাচন মুখি। আমরা আশা করি,আমাদের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া -মহল্লায় ধানের শীষ প্রতিকের দাওয়াত আগামী ১৫ দিনের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হবো।

 

বুধবার ৮ অক্টোবর বিকেলে বিশাল শো- ডাউনের মধ্য দিয়ে ছাতক পৌর শহরে কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পৌরসভা ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ আসন সহ বাকি ৪ টি আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে-ঘরে পৌঁছে দেয়া হবে এবং আমরা সম্পূর্ণ আশাবাদী ৫ টি আসনেই ধানের শীষকে বিজয়ী করতে পারবো।

 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন,বাংলাদেশে পিয়ার পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি। দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন,বিএনপি একটি বিশাল দল। এটি একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে দলে অনেক প্রার্থী থাকবেন।তবে আমাদের দলের হাইকমান্ড চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন।ইনশাআল্লাহ যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আশা করছি।

 

বক্তব্য প্রদানকলে সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান,আবুল হোসেন,আতাউর রহমান এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দুপুর থেকে লিফলেট বিতরণে বিএনপি ও অঙ্গ- সহযোগী

সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন। উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার সকল ওয়ার্ড থেকে পৃথক-পৃথক ব্যানারে মিছিল নিয়ে আসা হয় মড়ল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায়। এখান থেকেই বিকেল ৪ টার সময় লিফলেট বিতরণ ও মিছিল শুরু করা হয়। এ সময় হাজার-হাজার নেতা-কর্মীদের মিছিলে- মিছিলে ছাতক শহর একটা মিছিলের নগরীতে পরিনত হয়।

 

মিছিল ও লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন। বক্তব্যে তিনি আরো বলেন,দলের কোন দুর্ণাম হয় এমন কাজ যদি কেউ করে থাকেন এধরণের কাউকে ছাড় দেয়া হবেনা। এজন্য সবাইকে সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন চৌধুরী

Follow for More!

ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে বিশাল শো-ডাউন: ৩১ দফার লিফলেট বিতরণ ও সমাবেশ 

প্রকাশিত: ০৬:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
১৩

ছাতক (সুনামগঞ্জ)  প্রতিনিধি ::

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক’ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,আজকে আমাদের ছাতক পৌরসভা ও উপজেলার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

 

আমাদের ছাতক পৌরসভায় প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করেছি আমরা। আজকে মানুষের মধ্যে যে উচ্ছাস দেখেছি এতে বুঝা যাচ্ছে মানুষ নির্বাচন মুখি। আমরা আশা করি,আমাদের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া -মহল্লায় ধানের শীষ প্রতিকের দাওয়াত আগামী ১৫ দিনের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হবো।

 

বুধবার ৮ অক্টোবর বিকেলে বিশাল শো- ডাউনের মধ্য দিয়ে ছাতক পৌর শহরে কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পৌরসভা ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ আসন সহ বাকি ৪ টি আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে-ঘরে পৌঁছে দেয়া হবে এবং আমরা সম্পূর্ণ আশাবাদী ৫ টি আসনেই ধানের শীষকে বিজয়ী করতে পারবো।

 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন,বাংলাদেশে পিয়ার পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি। দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন,বিএনপি একটি বিশাল দল। এটি একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে দলে অনেক প্রার্থী থাকবেন।তবে আমাদের দলের হাইকমান্ড চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন।ইনশাআল্লাহ যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আশা করছি।

 

বক্তব্য প্রদানকলে সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান,আবুল হোসেন,আতাউর রহমান এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দুপুর থেকে লিফলেট বিতরণে বিএনপি ও অঙ্গ- সহযোগী

সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন। উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার সকল ওয়ার্ড থেকে পৃথক-পৃথক ব্যানারে মিছিল নিয়ে আসা হয় মড়ল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায়। এখান থেকেই বিকেল ৪ টার সময় লিফলেট বিতরণ ও মিছিল শুরু করা হয়। এ সময় হাজার-হাজার নেতা-কর্মীদের মিছিলে- মিছিলে ছাতক শহর একটা মিছিলের নগরীতে পরিনত হয়।

 

মিছিল ও লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন। বক্তব্যে তিনি আরো বলেন,দলের কোন দুর্ণাম হয় এমন কাজ যদি কেউ করে থাকেন এধরণের কাউকে ছাড় দেয়া হবেনা। এজন্য সবাইকে সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।