ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনরের গোয়ালাবাজার মহাসড়কে ধুলার রাজত্ব, জনস্বাস্থ্য হুমকির মুখে

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৬

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার প্রাণকেন্দ্র মিনি শহর গোয়ালাবাজারে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে সড়কের কার্পেটিং উঠে গিয়ে ভয়াবহ দুরবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোট বড় অসখ্য গর্ত হয় ও পিচঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে ধুলার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে, গোটা বাজার এলাকা দিনভর ধুলায় আচ্ছন্ন থাকে। আবার বৃষ্টি দিলেই হয়ে যায় কাঁদা ব্যবসা-বাণিজ্য, পথচলা এমনকি স্বাভাবিক জীবনযাত্রাও দুর্বিষহ হয়ে উঠেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরে এই সমস্যা চলমান থাকলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো টেকসই উদ্যোগ নেয়নি। মাঝে মাঝে ইট ও সিমেন্ট দিয়ে সাময়িকভাবে গর্ত ভরাট করা হলেও তা দু-একদিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যায়। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত পুরনো সমস্যার মুখোমুখি হচ্ছেন।

 

সড়কের পাশে থাকা দোকানপাটে প্রতিনিয়ত ধুলা ঢুকে বৃষ্টি হলে কাঁদা ছিটকে নষ্ট হচ্ছে জনসাধারণের কাপড় সহ খাদ্যদ্রব্যের বিভিন্ন পণ্য। ব্যবসায়ীরা জানান ধুলা ও কাঁদার ভয়ে দোকানে আসতে চান না ক্রেতারা।

 

একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,

“প্রতিদিন গাড়ি চলার সময় এমন ধুলার ঝড় ওঠে যে চোখে দেখা যায় না। দোকানের সব পণ্য ধুলা ও কাঁদায় ভরে যায়। এই অবস্থায় ব্যবসা চালানোই কষ্টকর হয়ে পড়েছে।”

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ধুলা নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে ও বিকেলে পানি ছিটানোর ব্যবস্থা থাকলেও তা কোন কাজে আসছে না বলে জানান এলাকাবাসী। কারণ সড়কের গর্ত ও কার্পেটিং উঠে যাওয়া মূল সমস্যা থেকে যাচ্ছে।

 

পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। প্রতিনিয়ত ধুলা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে নানা স্বাস্থ্য জটিলতা তৈরি করছে।

 

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেন,

“এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়, এটি পুরো বাজার এলাকার মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলছে। দ্রুত টেকসইভাবে রাস্তা সংস্কার না করলে দুর্ঘটনার ঝুঁকি ও স্বাস্থ্য সংকট আরও ভয়াবহ রূপ নেবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কার এবং টেকসই উন্নয়নের জোর দাবি জানিয়েছেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রাতে দেশে ফিরছে তরুণ কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ

Follow for More!

ওসমানীনরের গোয়ালাবাজার মহাসড়কে ধুলার রাজত্ব, জনস্বাস্থ্য হুমকির মুখে

প্রকাশিত: ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
১৬

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার প্রাণকেন্দ্র মিনি শহর গোয়ালাবাজারে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে সড়কের কার্পেটিং উঠে গিয়ে ভয়াবহ দুরবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোট বড় অসখ্য গর্ত হয় ও পিচঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে ধুলার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে, গোটা বাজার এলাকা দিনভর ধুলায় আচ্ছন্ন থাকে। আবার বৃষ্টি দিলেই হয়ে যায় কাঁদা ব্যবসা-বাণিজ্য, পথচলা এমনকি স্বাভাবিক জীবনযাত্রাও দুর্বিষহ হয়ে উঠেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরে এই সমস্যা চলমান থাকলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো টেকসই উদ্যোগ নেয়নি। মাঝে মাঝে ইট ও সিমেন্ট দিয়ে সাময়িকভাবে গর্ত ভরাট করা হলেও তা দু-একদিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যায়। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত পুরনো সমস্যার মুখোমুখি হচ্ছেন।

 

সড়কের পাশে থাকা দোকানপাটে প্রতিনিয়ত ধুলা ঢুকে বৃষ্টি হলে কাঁদা ছিটকে নষ্ট হচ্ছে জনসাধারণের কাপড় সহ খাদ্যদ্রব্যের বিভিন্ন পণ্য। ব্যবসায়ীরা জানান ধুলা ও কাঁদার ভয়ে দোকানে আসতে চান না ক্রেতারা।

 

একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,

“প্রতিদিন গাড়ি চলার সময় এমন ধুলার ঝড় ওঠে যে চোখে দেখা যায় না। দোকানের সব পণ্য ধুলা ও কাঁদায় ভরে যায়। এই অবস্থায় ব্যবসা চালানোই কষ্টকর হয়ে পড়েছে।”

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ধুলা নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে ও বিকেলে পানি ছিটানোর ব্যবস্থা থাকলেও তা কোন কাজে আসছে না বলে জানান এলাকাবাসী। কারণ সড়কের গর্ত ও কার্পেটিং উঠে যাওয়া মূল সমস্যা থেকে যাচ্ছে।

 

পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। প্রতিনিয়ত ধুলা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে নানা স্বাস্থ্য জটিলতা তৈরি করছে।

 

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেন,

“এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়, এটি পুরো বাজার এলাকার মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলছে। দ্রুত টেকসইভাবে রাস্তা সংস্কার না করলে দুর্ঘটনার ঝুঁকি ও স্বাস্থ্য সংকট আরও ভয়াবহ রূপ নেবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কার এবং টেকসই উন্নয়নের জোর দাবি জানিয়েছেন।