ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে শ্রমিকদের হামলায় ৫ পুলিশ আহত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৮ পড়া হয়েছে
১৮

অনলাইন ডেস্ক : জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে শ্রমিকরা। এই ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

রোববার (০৫ অক্টোবর) উপজেলা পরিষদ ফটকের সামনের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাসী করে আসছিল পুলিশ। প্রতিদিনের মতো রোববার সকালে ১১টায় থানার উপ সহকারি পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে বালু পাথর বোঝাই ২টি ট্রাক আটক করা হয়। এগুলোর বৈধ কাগজ দেখাতে গিয়ে বাকবিতন্ডায় জড়ায় ট্রাক চালকরা। এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে অন্তত অর্ধশত লোকজন এসে পুলিশের ওপর হামলা করে ট্রাক দু’টি ছিনিয়ে নেয়।

 

তাদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন থানার হলেন এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

 

উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। পরে আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ বলেন, বালু ও পাথর বোঝাই ২টি ট্রাক আটকালে বৈধ কাগজপত্র দেখাতে বললে চালকরা ক্ষিপ্ত হয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়।

 

তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রাতে দেশে ফিরছে তরুণ কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ

Follow for More!

কোম্পানীগঞ্জে শ্রমিকদের হামলায় ৫ পুলিশ আহত

প্রকাশিত: ০৭:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১৮

অনলাইন ডেস্ক : জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে শ্রমিকরা। এই ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

রোববার (০৫ অক্টোবর) উপজেলা পরিষদ ফটকের সামনের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাসী করে আসছিল পুলিশ। প্রতিদিনের মতো রোববার সকালে ১১টায় থানার উপ সহকারি পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে বালু পাথর বোঝাই ২টি ট্রাক আটক করা হয়। এগুলোর বৈধ কাগজ দেখাতে গিয়ে বাকবিতন্ডায় জড়ায় ট্রাক চালকরা। এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে অন্তত অর্ধশত লোকজন এসে পুলিশের ওপর হামলা করে ট্রাক দু’টি ছিনিয়ে নেয়।

 

তাদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন থানার হলেন এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

 

উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। পরে আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ বলেন, বালু ও পাথর বোঝাই ২টি ট্রাক আটকালে বৈধ কাগজপত্র দেখাতে বললে চালকরা ক্ষিপ্ত হয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়।

 

তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।