সিলেটের জৈন্তাপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ৫ দিনব্যাপী এই উৎসবে বিজয়া দশমীর দিনে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে করেন আনন্দ-উৎসব। নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে মা দুর্গার সপরিবারে আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে দুর্গা মাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
এবারের পূজায় জৈন্তাপুর উপজেলায় ১৯ টি মণ্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও বিকেল ৪টার পর থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো সারি,নয়াগাঙ,শ্রীপুর রাংপানি নদী, ছাড়াও পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এতে সহায়তা করে উপজেলা প্রশাসন , সেনাবাহিনী, থানা পুলিশ, সহ আনসার বাহিনী । ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন। এবার দেবী দুর্গা গজে মর্ত্যে আগমন করেছেন- দোলায় গমন করলেন।
দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসন, সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলার সবকটি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে উপজেলা প্রশাসনের মনিটরিং টিম একে একে পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জ্জনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলো। উপজেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন হওয়ায় সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।