জৈন্তাপুর সংবাদদাতা :
উপজেলার শুক্রবারী বাজারে হারুন চৌধুরীর মার্কেটে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৮টায় আনোয়ার নামে এক ব্যবসায়ী মোবাইল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগী কায়দায় সোলেমান আহমদ (২৮) নামে এক টমটম চালককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায় চিকনাগুল ইউনিয়নের পশ্চিম চটি গ্রামের বাসিন্দা টমটম চালকক সোলেমান কে ফোনকরে ডেকে নিয়ে তাকে দোকানে আটক রেখে চাউল পড়া খাইয়ে মোবাইল চুর সন্দেহ করে আনোয়ারের নেতৃত্বে একদল অশৃঙ্খল জনতা বেধড়ক মারপিট করে। সোলেমানের সাথে তার ভায়রাভাই কাদির কে আটক রেখে মারপিট করা হয়। এসময় ঘটনার পেয়ে সোলেমানের স্ত্রী নাজমিন আক্তার এসে স্বামীকে বাচাতে চাইলে তাকে-ও মারপিট করেছে এমন অভিযোগ করেছেন সোলেমানের স্ত্রী। এই ঘটনার খবর পেয়ে সিলেট গ্যাস ফিল্ড হরিপুর সেনা টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। এবং সোলেমান কে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় সোলেমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবার। তার ডান চোখে মারাত্মক আঘাত পেয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এই ঘটনার সাথে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দু রহমান সহ বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছে সোলেমানের পরিবার।
এবিষয় ইউপি সদস্য অহিদুর রহমান জানিয়েছেন আহত সোলেমানের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আগামীকাল বিকেল তিনটায় চিকনাগুল ইউপি প্যানেল চেয়ারম্যান মছদ্দর আলী,বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সোহেল ও অভিযুক্ত আব্দু রহমান, আনোয়ার হোসেনকে নিয়ে সেনা ক্যাম্পে উপস্থিত থাকতে বলা হয়েছে।