প্রকাশিত:
০৮:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
১০
পড়া হয়েছে
জকিগঞ্জ হাসপাতালে : এক দম্পতির ঘরে একসাথে ৩ সন্তানের আগমন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিরল ঘটনা ঘটেছে—এক গর্ভবতী মা পর্যায়ক্রমে তিনজন সুস্থ সন্তানকে পৃথিবীতে এনেছেন। এই দম্পতির বাড়ি পল্লীশ্রী এলাকায়। জকিগঞ্জ উপজেলা হাসপাতালের টিএইচও ডা. এস এম আব্দুল আহাদ জানান, হাসপাতালের ডা. পার্থ সারথি ভট্টাচার্যের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি পরিচালনা করেন এসএসএন প্রমিলা সরেন ও এসএসএন রেহানা পারভীন। তিনি আরও জানান, মা এবং নবজাতকরা সকলেই সুস্থ আছেন এবং নবজাতকদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। টিএইচও আব্দুল আহাদ উল্লেখ করেন, প্রতিমাসেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিকেরও বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। তবে তিন সন্তানের জন্মের ঘটনা এই প্রথমবারের মতো ঘটেছে, যা হাসপাতালের জন্য...
১৪
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিরল ঘটনা ঘটেছে—এক গর্ভবতী মা পর্যায়ক্রমে তিনজন সুস্থ সন্তানকে পৃথিবীতে এনেছেন। এই দম্পতির বাড়ি পল্লীশ্রী এলাকায়।
জকিগঞ্জ উপজেলা হাসপাতালের টিএইচও ডা. এস এম আব্দুল আহাদ জানান, হাসপাতালের ডা. পার্থ সারথি ভট্টাচার্যের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি পরিচালনা করেন এসএসএন প্রমিলা সরেন ও এসএসএন রেহানা পারভীন। তিনি আরও জানান, মা এবং নবজাতকরা সকলেই সুস্থ আছেন এবং নবজাতকদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
টিএইচও আব্দুল আহাদ উল্লেখ করেন, প্রতিমাসেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিকেরও বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। তবে তিন সন্তানের জন্মের ঘটনা এই প্রথমবারের মতো ঘটেছে, যা হাসপাতালের জন্য গর্বের বিষয়।