
সিলেট :
সিলেট-তামাবিল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সীমান্ত সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। একসময় দুর্ঘটনাপ্রবণ সড়ক হিসেবে পরিচিত হলেও এখন আর সেই পরিস্থিতি নেই। তামাবিল হাইওয়ে থানার নিরলস টহল, কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষার সৎ প্রয়াসে সড়কে এসেছে দৃশ্যমান পরিবর্তন। দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, ফিরছে কাঙ্ক্ষিত ট্রাফিক শৃঙ্খলা।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নির্দেশনা মোতাবেক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের টহল টিম দিন-রাত কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট, মুভিং টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে জাফলংসহ আশপাশের এলাকায় ভ্রমণ করতে পারেন, সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। মানুষের জীবন সুরক্ষাই আমাদের প্রথম অঙ্গীকার। হাইওয়ে পুলিশ জনগণের বন্ধু। আমরা সবসময় যাত্রী ও চালকদের পাশে থাকতে চাই। তবে ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনাই আমাদের লক্ষ্য, আর এ লক্ষ্য পূরণে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।
স্থানীয় যাত্রী ও পর্যটকদের মতে, আগে যেখানে সড়কে বেপরোয়া গতি, যানজট ও বিশৃঙ্খলা ছিল, বর্তমানে হাইওয়ে পুলিশের সৎ ও দায়িত্বশীল কার্যক্রমে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। যাত্রীরা এখন স্বস্তি ও নিরাপত্তা নিয়ে সড়কে চলাচল করছেন।
তামাবিল হাইওয়ে থানার উদ্যোগ শুধু দুর্ঘটনা নিয়ন্ত্রণে নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাত্রী-পর্যটকের মনে আস্থা ও আস্থাশীলতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকাবাসীর আশা, ওসি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে এ ধারাবাহিকতা বজায় থাকলে সিলেট-তামাবিল মহাসড়ক শিগগিরই দেশের অন্যতম নিরাপদ সড়ক হিসেবে পরিচিতি লাভ করবে।
Channel Jainta News 24 





















