
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় আবারো অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদে জানা যায় যে, জাফলং থেকে সিলেটগামী একটি লোকাল বাসে অবৈধ ভারতীয় মদ বহন করা হচ্ছে।
সংবাদ পাওয়ার পর জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে হাইওয়ে থানার পুলিশ ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জাফলং থেকে সিলেটগামী লোকাল বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৮০৭৪) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সিগন্যাল দিয়ে থামায়। তল্লাশির একপর্যায়ে দুইজন যাত্রী বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের কাছে ভারতীয় অবৈধ মদ রয়েছে।
পরে তাদের হেফাজত থেকে দুইটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৪টি করে মোট ৮ বোতল অবৈধ ভারতীয় হুইস্কি পাওয়া যায়। প্রতিটি বোতলের গায়ে ৭৫০ মিলিলিটার লেখা ছিল। উদ্ধারকৃত মদ জব্দ করে পুলিশ আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো, মোঃ জাবেদ মিয়া (২০), পিতা মৃত ধনু মিয়া, শরীফ মিয়া (২০), পিতা ফারুক মিয়া, উভয়ের ঠিকানা: চাঙ্গিল মুক্তাপুর (টিলা বাড়ী), থানা জৈন্তাপুর, জেলা সিলেট।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান- এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Channel Jainta News 24 





















