
আঞ্জুমানে হেফাজতে ইসলামের বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে সাত সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শায়খ আতীকুর রহমান। সহ-সভাপতি হয়েছেন শায়খ আসআদ উদ্দীন আল মাহমুদ। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা দিলওয়ার, যুগ্ম সেক্রেটারি হয়েছেন মাওলানা হাবিবুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ এবং কোষাধ্যক্ষ হিসেবে কাউন্সিলর এনাম হোসেনকে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদন দেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সা’দ আহমদ আমীন ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ।
কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্ব বিয়ানীবাজারে আঞ্জুমানের কার্যক্রম আরও বেগবান করবে এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 





















