
নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ::
জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পিতা হাইল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সুপ্রাকান্দি গ্রামের কৃতি সন্তান মাস্টার ফজলুর রহমান ইন্তেকালে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান— মাস্টার ফজলুর রহমান ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও সমাজসেবক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে অম্লান হয়ে আছেন। সমাজ উন্নয়নেও ছিল তাঁর বিশেষ অবদান। তাঁর মৃত্যুতে জকিগঞ্জবাসী এক নিবেদিতপ্রাণ মানুষকে হারাল। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক জ্ঞাপনকারীরা হলেন— জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কে. এম. মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, নির্বাহী সদস্য এম. এ. মালেক চৌধুরী মকু, নির্বাহী সদস্য অধ্যক্ষ আল মামুন, অপূর্ব পাল, মাসুম খান, আহমেদুল হক চৌধুরী বেলাল, ইউনুছ আলী, আবু বক্কর ফয়ছল, ওমর ফারুক প্রমুখ।
Channel Jainta News 24 





















