ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ বোতল ফেনসিডিলসহ পাঁচজন গ্রেফতার

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত আনুমানিক দশটা দশ মিনিটে। র‌্যাব-৯ সদর কোম্পানি সিলেট ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী নীল ও হলুদ রঙের একটি বড় ট্রাককে থামানো হলে ট্রাকের ভেতরে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনকে আটক করা হয়। তল্লাশিতে ট্রাকের ভিতর দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতাররা হলেন-সিলেটের কানাইঘাটের নয়াখোলার মোঃ খায়রুল ইসলাম (৪৫), গোলাপগঞ্জের দারাবড়ের নাজমুল হাসান পান্না (২২), কোম্পানীগঞ্জের শিমুলতলা নোয়াগাঁওয়ের মোঃ মকলিছুর রহমান (২৮), একই উপজেলার তেলিখালের মোঃ সুহেব হোসেন (২০) এবং ভোলাগঞ্জ কালাসাদকের মোঃ হায়দার আলী (৪০)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

Follow for More!

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ বোতল ফেনসিডিলসহ পাঁচজন গ্রেফতার

প্রকাশিত: ০৬:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত আনুমানিক দশটা দশ মিনিটে। র‌্যাব-৯ সদর কোম্পানি সিলেট ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী নীল ও হলুদ রঙের একটি বড় ট্রাককে থামানো হলে ট্রাকের ভেতরে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনকে আটক করা হয়। তল্লাশিতে ট্রাকের ভিতর দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতাররা হলেন-সিলেটের কানাইঘাটের নয়াখোলার মোঃ খায়রুল ইসলাম (৪৫), গোলাপগঞ্জের দারাবড়ের নাজমুল হাসান পান্না (২২), কোম্পানীগঞ্জের শিমুলতলা নোয়াগাঁওয়ের মোঃ মকলিছুর রহমান (২৮), একই উপজেলার তেলিখালের মোঃ সুহেব হোসেন (২০) এবং ভোলাগঞ্জ কালাসাদকের মোঃ হায়দার আলী (৪০)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।