ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ সহ আটক-১

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৩

মোকতাদের হোসেন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।

সেনাবাহিনী জানায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

 

পরে তার দেওয়া তথ্যে খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে গ্রেফতারের জন্য আরেকটি অভিযান পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে সে ছাদ থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফ দেওয়ার আঘাতেই তার মৃত্যু হয়েছে।

 

ঘটনাস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১ রাউন্ড কার্টিজ ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সাথে জড়িত ছিল।

 

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বাইরে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে- ডা. শামীমুর রহমান

Follow for More!

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ সহ আটক-১

প্রকাশিত: ০৪:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
১৩

মোকতাদের হোসেন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।

সেনাবাহিনী জানায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

 

পরে তার দেওয়া তথ্যে খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে গ্রেফতারের জন্য আরেকটি অভিযান পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে সে ছাদ থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফ দেওয়ার আঘাতেই তার মৃত্যু হয়েছে।

 

ঘটনাস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১ রাউন্ড কার্টিজ ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সাথে জড়িত ছিল।

 

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে।