ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক এহিয়া আহমদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
  • ১৭ পড়া হয়েছে
১৬

সিলেট ভিউ ও শ্যামল সিলেটের সাংবাদিক এহিয়া আহমদের ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক আইডি (Ahia Ahmed) েএবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি (+88 01710 30 47 08) সম্প্রতি হ্যাক করা হয়েছে।

 

বৃহস্পতিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অজানা কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

 

সাংবাদিক এহিয়া আহমদ বলেন, ‘হঠাৎ করেই আমি দেখতে পাই আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু অচেনা বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার পরিচিতদের কাছে অনাকাঙ্ক্ষিত মেসেজ যাচ্ছে, যা আমার দ্বারা পাঠানো হয়নি।’ তিনি জানান, ‘এ ঘটনার পরপরই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।’

 

এহিয়া আহমদ তার অনুসারী ও পরিচিতদের উদ্দেশে সতর্কতা জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে ওই আইডি ও ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে, কোনো প্রকার অনুরোধ বা অস্বাভাবিক বার্তা পাঠায় কিংবা কোনো ধরনের আর্থিক সাহায্য চায়—তাহলে অনুগ্রহ করে কোনোভাবেই সাড়া দেবেন না এবং আমাকে অবহিত করবেন।’ তিনি আরো বলেন, ‘হ্যাকার দ্বারা কোনো বিভ্রান্তিমূলক তথ্য, ছবি বা বার্তা ছড়ানো হতে পারে—দয়া করে সতর্ক থাকুন এবং আমার নামে কোনো কিছু দেখলে আমাকে অন্য কোনো মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

 

বর্তমানে সাংবাদিক এহিয়া আহমদের ব্যবহৃত (+88 01710 30 47 08) এই নাম্বারটি মুঠোফোনে সচল রয়েছে এবং ওয়াটসঅ্যাপে এই নাম্বারটি (+8801616 17 73 73) সচল রয়েছে। সাময়িক অসুবিধার জন্য তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

Follow for More!

সাংবাদিক এহিয়া আহমদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক

প্রকাশিত: ০৩:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
১৬

সিলেট ভিউ ও শ্যামল সিলেটের সাংবাদিক এহিয়া আহমদের ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক আইডি (Ahia Ahmed) েএবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি (+88 01710 30 47 08) সম্প্রতি হ্যাক করা হয়েছে।

 

বৃহস্পতিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অজানা কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

 

সাংবাদিক এহিয়া আহমদ বলেন, ‘হঠাৎ করেই আমি দেখতে পাই আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু অচেনা বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার পরিচিতদের কাছে অনাকাঙ্ক্ষিত মেসেজ যাচ্ছে, যা আমার দ্বারা পাঠানো হয়নি।’ তিনি জানান, ‘এ ঘটনার পরপরই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।’

 

এহিয়া আহমদ তার অনুসারী ও পরিচিতদের উদ্দেশে সতর্কতা জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে ওই আইডি ও ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে, কোনো প্রকার অনুরোধ বা অস্বাভাবিক বার্তা পাঠায় কিংবা কোনো ধরনের আর্থিক সাহায্য চায়—তাহলে অনুগ্রহ করে কোনোভাবেই সাড়া দেবেন না এবং আমাকে অবহিত করবেন।’ তিনি আরো বলেন, ‘হ্যাকার দ্বারা কোনো বিভ্রান্তিমূলক তথ্য, ছবি বা বার্তা ছড়ানো হতে পারে—দয়া করে সতর্ক থাকুন এবং আমার নামে কোনো কিছু দেখলে আমাকে অন্য কোনো মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

 

বর্তমানে সাংবাদিক এহিয়া আহমদের ব্যবহৃত (+88 01710 30 47 08) এই নাম্বারটি মুঠোফোনে সচল রয়েছে এবং ওয়াটসঅ্যাপে এই নাম্বারটি (+8801616 17 73 73) সচল রয়েছে। সাময়িক অসুবিধার জন্য তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।