ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‎সুরমা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা বিদায় ও বরণ অনুষ্ঠান

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে মোহাম্মদ ওলি উল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদ।

‎সোমবার (৪ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাকে সামছুল আলমকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের চেয়ারম্যান তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‎সামছুল আলম ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

‎পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহকে বরণ করে নেয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কাছে ইউনিয়নের চলমান উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহ বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকলে যেন সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখেন।

‎অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবাগত সচিবকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের সঙ্গে স্মারক ছবি তোলেন। দিনটি ইউনিয়ন পরিষদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হলো।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Follow for More!

‎সুরমা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা বিদায় ও বরণ অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
১৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে মোহাম্মদ ওলি উল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদ।

‎সোমবার (৪ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাকে সামছুল আলমকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের চেয়ারম্যান তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‎সামছুল আলম ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

‎পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহকে বরণ করে নেয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কাছে ইউনিয়নের চলমান উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহ বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকলে যেন সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখেন।

‎অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবাগত সচিবকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের সঙ্গে স্মারক ছবি তোলেন। দিনটি ইউনিয়ন পরিষদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হলো।