
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখাতেই ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। ২৪ জুলাই বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৬ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে। বিদ্যালয়ের মাঠ ও আশপাশে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছে ক্লাবটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, সিলেট ভয়েস-এর প্রকাশক ও সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা চৌধুরী এবং ক্লাবটির সভাপতি সুবর্ণা হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা খানম, সহকারী শিক্ষক সুলি বেগম, অপু ভৌমিক, কেয়া চৌধুরী, জেরিন বেগম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে সহযোগিতায় ছিলো মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক।
শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, তারা নিয়মিতভাবে গাছগুলোর যত্ন নেবে এবং নিজ পরিবার ও বন্ধুদের গাছ লাগাতে উৎসাহিত করবে। অনেকেই জানায়, তারা এখন গাছের উপকারিতা সম্পর্কে সচেতন এবং গাছ লাগানোকে দায়িত্ব মনে করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের পরিবেশ যোদ্ধা। এমন উদ্যোগ দেশের প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়া উচিত। তারা প্রকৃতি ও জীবন ক্লাবের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত আকারে করার আহ্বান জানান।
Channel Jainta News 24 





















