ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত, তদন্ত কমিটি গঠন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১১ পড়া হয়েছে
১২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ছাত্র হল ভবনের ছাদ ধসে ১০ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ শে জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বেলকনির ঢালাই চলাকালীন সময়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের সময় আকস্মিকভাবে কাঠামো নড়বড়ে হয়ে পড়ে এবং মুহূর্তেই ধসে পড়ে পুরো অংশ। ছাদের ওপর থাকা শ্রমিকরা নিচে পড়ে গিয়ে কোমর, হাঁটু ও পিঠে গুরুতর আঘাত পান।

 

আহত ১০ জন শ্রমিকের মধ্যে ৭ জনকে তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ছাদ ধসের ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ নিরূপণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।”

 

এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাণ ত্রুটি, নজরদারির অভাব ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘুরেফিরে আসছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

 

নির্মাণাধীন সরকারি স্থাপনায় এমন দুর্ঘটনা শুধু জননিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি নির্মাণ খাতে জবাবদিহিতার অভাবেরও প্রতিচ্ছবি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ছাত্র হল ভবনের ছাদ ধসে ১০ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ শে জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বেলকনির ঢালাই চলাকালীন সময়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের সময় আকস্মিকভাবে কাঠামো নড়বড়ে হয়ে পড়ে এবং মুহূর্তেই ধসে পড়ে পুরো অংশ। ছাদের ওপর থাকা শ্রমিকরা নিচে পড়ে গিয়ে কোমর, হাঁটু ও পিঠে গুরুতর আঘাত পান।

 

আহত ১০ জন শ্রমিকের মধ্যে ৭ জনকে তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ছাদ ধসের ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ নিরূপণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।”

 

এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাণ ত্রুটি, নজরদারির অভাব ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘুরেফিরে আসছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

 

নির্মাণাধীন সরকারি স্থাপনায় এমন দুর্ঘটনা শুধু জননিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি নির্মাণ খাতে জবাবদিহিতার অভাবেরও প্রতিচ্ছবি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।