সিলেটের ওসমানীনগরে উপজেলা সহকারী কমিশনারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাকে হুমকি ও কাজ না করলে ঘেরাও-ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
অভিযুক্ত মাহবুবুর রহমান (৩২) ওসমানীনগরের সাদীপুর এলাকার বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ আহ্বায়ক পরিচয়ে সরকারিভাবে জমির নামজারি করানোর জন্য বলপ্রয়োগ ও ভয়ভীতি দেখাতেন। সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাদের তিনি বারবার চাপ প্রয়োগ করে অনিয়মতান্ত্রিকভাবে কাজ করাতে চেয়েছিলেন। কর্মকর্তারা রাজি না হলে তিনি হুমকি দেন, ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে মব গঠন ও ভাঙচুর করবেন।
সোমবার মাহবুবুর উপজেলা ভূমি অফিসে এসে আবারো একইভাবে হুমকি দিলে, তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং দাবি করেন, এই কাজে তাকে প্ররোচিত করেছেন ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ।
ভ্রাম্যমাণ আদালত তাকে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন এবং জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, “আসামি মাহবুবুর নিজেকে বিভিন্ন পরিচয়ে পরিচিত করে সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়ে আসছিলেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন। তিনি দোষ স্বীকার করায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”