জৈন্তাপুর প্রতিনিধিঃ-
পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
জৈন্তাপুর উপজেলার ২৭টি কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল এই সংগঠনটির পক্ষে স্মারকলিপি প্রদান করেন সভাপতি এম.এ বশির উদ্দীন ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন রমজান। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দেশের শিক্ষাব্যবস্থার প্রাথমিক স্তরে কিন্ডারগার্টেনগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অতীতের সব বৃত্তি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়ে আসলেও এবার তাদের বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।
স্মারকলিপিতে আরও বলা হয়, কোমলমতি শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা একটি বড় সুযোগ, এবং তা থেকে বঞ্চিত হওয়া তাদের প্রাপ্য অধিকার হরণ। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-এসোসিয়েশনের সহসভাপতি ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান, সহসভাপতি ও সানরাইজ প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল রাজীব কুমার নাথ, গ্রিন বার্ডস কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আলী হোসেন, আর.এম. প্রিপারেটরির প্রিন্সিপাল গিয়াস উদ্দিন, শাহজালাল প্রি-ক্যাডেটের ডিরেক্টর শফিকুর রহমান, বর্ণমালা একাডেমির প্রিন্সিপাল রমজান হোসেন, মীম কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল রেজাউল ইসলাম, এডুকেয়ার কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আব্দুশ শুকুর, রুপচেং কিন্ডারগার্টেনের ডিরেক্টর বাহার আলম, বাউরভাগ আল-মাদানীর প্রিন্সিপাল মো. সেলিম, মেরিট গার্ডেনের ডিরেক্টর সাইফুল ইসলাম, বিএম ল্যাব স্কুলের পরিচালক রাসেল মাহফুজ, জেডিএফের সহকারী শিক্ষক জয় কান্ত দাস, আর.এম প্রিপারেটরির সহকারী শিক্ষক কামরুল ইসলাম ও শাহরিয়ার আলম।
প্রতিনিধিরা জানিয়েছেন, প্রয়োজনে তারা জাতীয় পর্যায়ের আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং এই বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।