
ডেস্ক নিউজ ::
সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র মাল্টিমিডিয়া সিনিয়র ভিডিও জার্নালিস্ট শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরের আখালিয়া এলাকার বড়বাড়ি গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মো. সালেক মিয়ার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা আখালিয়া এলাকার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
এদিকে, সদস্য শহিদুল ইসলাম সবুজের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Channel Jainta News 24 






















