
জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারী, বাংলাবাজার ও পান্থুমাই বিওপি কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার ঔষধ, ক্রিম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ারসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
এছাড়াও, বাংলাদেশ থেকে পাচারকালে প্রচুর পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করা হয়। একইসাথে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বেশ কয়েকটি নৌকাও আটক করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবর অধিনায়ক,লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”
আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
বিজিবির এই সফল তৎপরতার জন্য স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছে। তারা মনে করেন, এই ধরনের অভিযান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
Channel Jainta News 24 




















