ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দি মেঘালয় টি এষ্টেট এর ইজারা বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের সাথে মতবিনিময় 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৫ পড়া হয়েছে
১৭

ডেস্ক নিউজ ”

দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ৫টি মৌজার গ্রামবাসী।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের হলরুমে দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে এ বৈঠক করেন তারা।

বৈঠকে বক্তারা বলেন, আমাদের পূর্ব পুরুষেরা এই জমিতে বসবাস করেছেন। এরই ধারাবাহিকতায় আমরাও বসবাস করে আসছি। উক্ত অকৃষি খাস ভূমিতে শতাধিক বছর পূর্ব হইতে পূর্ববর্তীক্রমে বসত গৃহ নির্মাণ প্রাং ৩ হাজার পরিবার বসবাস এবং বনজ ও ফলজ বৃক্ষাদি রোপন করে নির্বিবাদে ভোগাধিকার করে আসছি আমরা। কিন্তু একটি কুচক্রী মহল এই ভূমি ভুল তথ্য দিয়ে সরকার থেকে লিজ নিয়েছে। যার ফলে আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিল করার জন্য সিলেটের জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এবং নিরাশ্রম ভূমিহীন বসবাসকারীদের নামে বন্দোবস্ত করে দেওয়ার আবেদন জানান।

এসময় জেলা প্রশাসক সবাইকে নিয়ে কমিটি গঠন করে ৫টি মৌজার গ্রামবাসীর আবেদনের বিষয়টি সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে আবেদন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিল্লাল, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, ৩নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, চারিকাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল মজিদ, ২নং ওয়ার্ডের মেম্বার হাফিজ জালাল উদ্দিন, মেম্বার সামছুজ্জামান, মেম্বার হাসনাত, মেম্বার মনির, এলাকার মুরব্বী শামছুল হক, হাবিুল্লাহ বুলবুল, নেছার উদ্দিন, জমির উদ্দিন, মাস্টার মখলিফুর রহমান, আব্দুস সাত্তার, নজির আহমদ তাজুল, সায়াদ আহমদ, সাহাব উদ্দিন, সাবেক মেম্বার আমির আলী, সামছুল হক, সাকের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আমি আপনাদের লোক,আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই: কলিম উদ্দিন আহমদ মিলন 

Follow for More!

দি মেঘালয় টি এষ্টেট এর ইজারা বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের সাথে মতবিনিময় 

প্রকাশিত: ০৮:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
১৭

ডেস্ক নিউজ ”

দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ৫টি মৌজার গ্রামবাসী।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের হলরুমে দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে এ বৈঠক করেন তারা।

বৈঠকে বক্তারা বলেন, আমাদের পূর্ব পুরুষেরা এই জমিতে বসবাস করেছেন। এরই ধারাবাহিকতায় আমরাও বসবাস করে আসছি। উক্ত অকৃষি খাস ভূমিতে শতাধিক বছর পূর্ব হইতে পূর্ববর্তীক্রমে বসত গৃহ নির্মাণ প্রাং ৩ হাজার পরিবার বসবাস এবং বনজ ও ফলজ বৃক্ষাদি রোপন করে নির্বিবাদে ভোগাধিকার করে আসছি আমরা। কিন্তু একটি কুচক্রী মহল এই ভূমি ভুল তথ্য দিয়ে সরকার থেকে লিজ নিয়েছে। যার ফলে আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিল করার জন্য সিলেটের জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এবং নিরাশ্রম ভূমিহীন বসবাসকারীদের নামে বন্দোবস্ত করে দেওয়ার আবেদন জানান।

এসময় জেলা প্রশাসক সবাইকে নিয়ে কমিটি গঠন করে ৫টি মৌজার গ্রামবাসীর আবেদনের বিষয়টি সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে আবেদন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিল্লাল, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, ৩নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, চারিকাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল মজিদ, ২নং ওয়ার্ডের মেম্বার হাফিজ জালাল উদ্দিন, মেম্বার সামছুজ্জামান, মেম্বার হাসনাত, মেম্বার মনির, এলাকার মুরব্বী শামছুল হক, হাবিুল্লাহ বুলবুল, নেছার উদ্দিন, জমির উদ্দিন, মাস্টার মখলিফুর রহমান, আব্দুস সাত্তার, নজির আহমদ তাজুল, সায়াদ আহমদ, সাহাব উদ্দিন, সাবেক মেম্বার আমির আলী, সামছুল হক, সাকের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি