ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ গড়তে ২৫ জুলাই সিলেটে পদযাত্রা’: এনসিপি নেতাদের প্রথম সফরে ব্যাপক প্রস্তুতি

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১২ পড়া হয়েছে

oplus_1048578

১৪

ডেস্ক নিউজ ::

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসীকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই প্রথমবারের মতো সিলেটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই, শুক্রবার জাতীয় নাগরিক পার্টি সিলেটে ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করেছে। এদিন বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

 

সাম্প্রতিক গণজাগরণে নেতৃত্ব দেওয়া এই রাজনৈতিক শক্তি এবার দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সরাসরি জনতার কাছে আসছে। পদযাত্রা নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন।

প্রথমবারের এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পদযাত্রায় অংশ নিচ্ছেন। এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

সিলেটে ২৫ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষে গতকাল ২২ জুলাই মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যেই সিলেটবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে।”

এসময় নেতৃবৃন্দ বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। সেই পথচলার ধারাবাহিকতায় এই পদযাত্রাও ইতিহাস গড়বে।”

নেতারা আরও জানান, “সিলেটের পদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে।”

সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ সিলেটবাসীকে পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “সবাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে একাত্ম হয়ে সামনের পথে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আমাদের পথপ্রদর্শক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ, লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান, সঞ্চালনা করেন সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সমন্বয়কারী, এড. মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার, মুস্তাকিম আহমদ মুস্তাক।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

Follow for More!

দেশ গড়তে ২৫ জুলাই সিলেটে পদযাত্রা’: এনসিপি নেতাদের প্রথম সফরে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
১৪

ডেস্ক নিউজ ::

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসীকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই প্রথমবারের মতো সিলেটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই, শুক্রবার জাতীয় নাগরিক পার্টি সিলেটে ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করেছে। এদিন বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

 

সাম্প্রতিক গণজাগরণে নেতৃত্ব দেওয়া এই রাজনৈতিক শক্তি এবার দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সরাসরি জনতার কাছে আসছে। পদযাত্রা নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন।

প্রথমবারের এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পদযাত্রায় অংশ নিচ্ছেন। এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

সিলেটে ২৫ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষে গতকাল ২২ জুলাই মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যেই সিলেটবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে।”

এসময় নেতৃবৃন্দ বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। সেই পথচলার ধারাবাহিকতায় এই পদযাত্রাও ইতিহাস গড়বে।”

নেতারা আরও জানান, “সিলেটের পদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে।”

সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ সিলেটবাসীকে পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “সবাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে একাত্ম হয়ে সামনের পথে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আমাদের পথপ্রদর্শক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ, লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান, সঞ্চালনা করেন সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সমন্বয়কারী, এড. মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার, মুস্তাকিম আহমদ মুস্তাক।