নিজস্ব সংবাদদাতা জৈন্তাপুর :: সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীতে ভেসে আসা এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ১৫ জুলাই ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) মানিকপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কুশিয়ারা নদীতে একটি ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মৃতদেহটি নদীর ভারতীয় অংশে ভাসছে।
পরিচয় শনাক্তে জানা যায়, মৃত ব্যক্তি হলেন মোঃ আঃ মালিক (৪২), পিতা মৃত ইব্রাহীম আলী, গ্রাম মৌলভীর চক, কসকনকপুর ইউনিয়ন, জকিগঞ্জ, সিলেট।
তিনি গত ৮ জুলাই নিখোঁজ হন এবং পরিবার জানায়, মালিক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ধারণা করা হচ্ছে, পানিতে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
পরে ১৬ জুলাই রাতে বিএসএফ-এর সহায়তায় ভারতীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট বিএসএফ ইউনিটকে জানানো হয়। এরপর ১৯ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে জকিগঞ্জ আইসিপি’র নিকটে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ মৃতদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তা জকিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারে হস্তান্তর করা হয়।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।