
প্রতিনিধি,লোহাগাড়া চট্টগ্রাম::
চট্টগ্রামের লোহাগাড়ায় ( শুক্রবার) জুলাই গনহত্যার দাবিতে বিক্ষোভটি লোহাগাড়া সদরের ডায়বেটিস হসপিটাল হতে শুরু হয়ে বেষ্ট চৌধুরী প্লাজার মাঠ প্রাঙ্গনে মিলিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন, আসিফ উল্লাহ আরমান,সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভক্তব্য রাখেন, আসিফ উল্লাহ আরমান,সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির এবং জুলাই অভ্যুত্থানের শহীদ ইসমামের বড় ভাই ।
সমাবেশে বক্তারা জানান, এক বছরেও জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান। অতিদ্রুত জুলাই ঘোষণা পত্র প্রকাশ করার দাবি জানান৷ প্রায় ও এক বছর হলেও অন্তবর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ।বক্তারা আরো বলেন, দলমত হিসাবে আমরা ভিন্ন হলেও আওয়ামী ব্যাপারে আমরা এক৷ আওয়ামীলীগ নামের কোন শব্দ এই দেশে অস্তিত্ব থাকবে না। আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডের বিচার নিশ্চিত করতে হবে বলে সরকারের কাছে বার্তা রাখেন৷
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আসহাব উদ্দিন, সেক্রেটারি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির, বেলাল উদ্দিন ফারুকী, সভাপতি, লোহাগাড়া উপজেলা ছাত্রশিবির, একরামুল হাসান জিহান, সেক্রেটারি, লোহাগাড়া উপজেলা ছাত্রশিবির সহ লোহাগাড়া উপজেলার নেতৃবৃন্দ।
Channel Jainta News 24 

























