
জৈন্তাপুর প্রতিনিধিঃ-
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী পশুর হাটকে ঘিরে শুরু হয়েছে নতুন ধারার বাণিজ্যিক কার্যক্রম।
পল্লী বিদ্যুৎ এলাকায় ১৬টি ভীট নিয়ে গড়ে উঠা এই পশুর হাটে স্থায়ী ব্যবসার উদ্যোগ সেই পুরোনো দিন পূর্বের আলহাজ্ব আব্দুর রব, জসিম উদ্দিনসহ একদল খামারিদের। বাজারটির ইজারা প্রাপ্ত বর্তমান ইজারাদার মাওলানা আবু হানিফের তত্ত্বাবধানে বাণিজ্যিক পরিবেশ ও আইনি কাঠামোর মধ্যে বাজারটি পরিচালিত হচ্ছে।
স্বাধীনতার আদর্শ রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ৫ আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটে, অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারে গতি আনতে শুরু করে সড়ক অবকাঠামো উন্নয়নের কাজ। এই প্রেক্ষাপটে দরবস্ত বাজার এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চারলেন সড়কের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করে।
সওজের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সড়ক থেকে ৫৭ ফুট দূরত্বে হাটের সকল স্থাপনা পুনঃস্থাপন করা হয়। এ প্রসঙ্গে ৪নং দরবস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন জানান, আমরা সরকারি নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাটের ব্যবসায়িক অবকাঠামো নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছি। এটা গ্রামীণ অর্থনীতির স্বার্থে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশসম্মত উন্নয়নের জন্যও দরকারি।
স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে স্থানীয় খামারিদের একটি সুসংগঠিত ও বৈধ হাট ব্যবস্থার মধ্যে আনার কাজ চলছে। উদ্যোক্তারা আশাবাদী, এই বাজার খুব শিগগিরই দেশের অন্যতম সুশৃঙ্খল পশুর হাট হিসেবে আত্মপ্রকাশ করবে।
এটি শুধু একটি পশুর হাট নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি দৃষ্টান্তমূলক প্রয়াস বলেই মনে করছেন স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট প্রশাসন।
Channel Jainta News 24 






















