নিজস্ব সংবাদদাতা::
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপর হামলার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জৈন্তাপুর সদরে এনসিপির সদস্য ফয়সল আহমদ মাসুমের পরিচালনায় ও প্রধান সমন্বয়কারী নজরুল ইসলামের সভাপতিত্বে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষ্টেশন বাজারের ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন-এনসিপি সিলেট জেলার সদস্য সামছুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াজিদ সুহেব, তোফায়েল আহমদ, প্রণব দাস, মাছুম আহমদ ও মাওলানা সাইফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান ও হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না।
এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।