
ডেস্ক নিউজ ::সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় গত ১৩ জুলাই সিলেট শিক্ষা বোর্ড চার সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন করে।
কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন এবং পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম।
পরবর্তীভাবে ১৫ জুলাই, মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতিসহ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, বিদ্যালয়টি জৈন্তাপুরে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে এই প্রতিষ্ঠান মেয়েদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত কমিটি শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে।
সভায় নবনিযুক্ত সভাপতি মাসুক আহমেদ বলেন, এই দায়িত্বকে তিনি একটি মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. শাজাহান, চেমন আফরোজ পলি, হাসিনা আক্তার, কল্পনা রানী ঘোষ, পপি রানী রায়, মাহমুদুল হাসান, পূর্ণিমা অধিকারী, শুক্লদেব নাথ, মিলন কুমার, জয়গবিন তালুকদার, জাহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত ও রুবেল আহমেদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠেছে, যা ভবিষ্যতের শিক্ষার পরিবেশকে আরও উন্নত ও সুসংহত করবে বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Channel Jainta News 24 






















