ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে পৃথক দুই অভিযানে দেড় টন চুঁইঝাল ও চোরচক্রের পাঁচ সদস্য আটক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৮

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুরে চোরাইপণ্য ও চোরচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা দেড় টন চুঁইঝাল, একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে মডেল থানা পুলিশ। এই অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মাহুতহাঁটি সংলগ্ন তামাবিল মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। রাত প্রায় দেড়টার দিকে উপপরিদর্শক ওবায়দুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকামেট্রো-ন-১৩-২০৯৭ নম্বরের একটি নীল ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। ট্রাকটি থেকে এক হাজার পাঁচশ কেজি চুঁইঝাল জব্দ করা হয়, যা চোরাইপথে ভারত থেকে আনা হয়েছিল।

 

ট্রাকসহ আটক করা হয় চারজনকে। তারা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের রেজাউল করিম, বরিশালের মুলাদী থানার সিয়াম মুন্সি, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার জিলানী এবং কুমিল্লার হোমনা উপজেলার ফাহিম। এদের সবার বয়স ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব চুঁইঝাল চোরাই পথে ভারত থেকে এনে যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

 

অপরদিকে, সিএনজি চালিত অটোরিকশা চুরির সময় আরও এক অভিযানে চোরচক্রের আরেক সদস্যকে আটক করে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম রামপ্রসাদ গ্রামে স্থানীয় জনতা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে ধরে ফেলে। তার বয়স প্রায় তিরিশ বছর। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি পানির পাম্প ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে।

 

এই দুটি অভিযানের বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, চুঁইঝাল পাচারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। অন্যদিকে অটোরিকশা চুরির ঘটনায় মালিকের করা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

জৈন্তাপুর থানা পুলিশের এমন তৎপরতা সীমান্ত এলাকায় চোরাচালান ও চুরির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আমি আপনাদের লোক,আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই: কলিম উদ্দিন আহমদ মিলন 

Follow for More!

জৈন্তাপুরে পৃথক দুই অভিযানে দেড় টন চুঁইঝাল ও চোরচক্রের পাঁচ সদস্য আটক

প্রকাশিত: ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১৮

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুরে চোরাইপণ্য ও চোরচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা দেড় টন চুঁইঝাল, একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে মডেল থানা পুলিশ। এই অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মাহুতহাঁটি সংলগ্ন তামাবিল মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। রাত প্রায় দেড়টার দিকে উপপরিদর্শক ওবায়দুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকামেট্রো-ন-১৩-২০৯৭ নম্বরের একটি নীল ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। ট্রাকটি থেকে এক হাজার পাঁচশ কেজি চুঁইঝাল জব্দ করা হয়, যা চোরাইপথে ভারত থেকে আনা হয়েছিল।

 

ট্রাকসহ আটক করা হয় চারজনকে। তারা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের রেজাউল করিম, বরিশালের মুলাদী থানার সিয়াম মুন্সি, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার জিলানী এবং কুমিল্লার হোমনা উপজেলার ফাহিম। এদের সবার বয়স ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব চুঁইঝাল চোরাই পথে ভারত থেকে এনে যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

 

অপরদিকে, সিএনজি চালিত অটোরিকশা চুরির সময় আরও এক অভিযানে চোরচক্রের আরেক সদস্যকে আটক করে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম রামপ্রসাদ গ্রামে স্থানীয় জনতা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে ধরে ফেলে। তার বয়স প্রায় তিরিশ বছর। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি পানির পাম্প ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে।

 

এই দুটি অভিযানের বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, চুঁইঝাল পাচারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। অন্যদিকে অটোরিকশা চুরির ঘটনায় মালিকের করা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

জৈন্তাপুর থানা পুলিশের এমন তৎপরতা সীমান্ত এলাকায় চোরাচালান ও চুরির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।