ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানবিকতায় নিবেদিত প্রাণ আব্দুল গাফফার চৌধুরী খসরু

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৮ পড়া হয়েছে
১৪

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্র প্রবাসী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনকারী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু একজন নিরলস সমাজসেবক হিসেবে আন্তর্জাতিক ও স্থানীয় পরিমণ্ডলে প্রশংসিত। প্রবাসে থেকেও নিজের জন্মভূমি এবং সমাজের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে তিনি যেভাবে অবদান রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

শিক্ষা খাতে আজীবন দাতা সদস্য হিসেবে অবদান (মোট: ১৩টি প্রতিষ্ঠান।

ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, রমজান রূপজান বাগেরখাল একাডেমি (স্কুল ও কলেজ শাখা), হযরত শাহজালাল ডিগ্রি কলেজ, সেন্ট্রেল জৈন্তা উচ্চ বিদ্যালয়, সারিঘাট উচ্চ বিদ্যালয়, আমিনা হেলালি টেকনিক্যাল স্কুল, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুল, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চিকনাগুল আইডিয়াল উচ্চ বিদ্যালয়, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়।

বিশেষ অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান (মোট: ১০টি।

জৈন্তাপুর গার্লস হাইস্কুল, বাউরবাগ উচ্চ বিদ্যালয়, চারিকাটা উচ্চ বিদ্যালয়, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল, সিকন্দর আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন, জৈন্তাপুর BIAM উচ্চ বিদ্যালয়, সিকদার মেমোরিয়াল গার্লস হাই স্কুল।

কওমি ও আলিয়া মাদরাসায় অবদান (মোট: ৪০টি।

মাদরাসাতুল উলূম হরিপুর বাজার মাদরাসা, দারুল উলূম হেমু মাদরাসা, দারুল হাদিস মদিনাতুল উলূম খরিলহাট মাদরাসা, দরবস্ত আল-মনসূর মাদরাসা, ইমদাদুল উলূম লামনীগ্রাম মাদরাসা, আশরাফুল উলূম নিজপাট মাদরাসা, জৈন্তা জামেয়া মহিলা মাদরাসা, নূরে মদিনা বিরাইমারা মাদরাসা, শাহজালাল রহ. লতিফিয়া মাদরাসা আসামপাড়া, মারকাজুল উলূম ডৌডিক মাদরাসা, ফাতিমাতুয যাহরা সারিঘাট মহিলা মাদরাসা, চারিকাটা থুবাং হামিদিয়া মাদরাসা, থুবাং হাজি গিয়াসউদ্দিন মহিলা মাদরাসা, মাদানিয়া বনপাড়া মাদরাসা, নয়াখেল হাফিযিয়া মাদরাসা, দারুল কুরআন আহমদপুর রামপ্রসাদ মাদরাসা, ফুলতল মাদরাসা, হারাতৈল মাদরাসা, দারুস সুন্নাহ ছাতারখাই কওমি মাদরাসা, ছাতারখাই দারুল ইসলাম মাদরাসা, রওজাতুল ইসলাম চাক্তা ক্বওমি মাদরাসা, এহইয়াউল উলূম মানিকপাড়া ঈদগাহ মাদরাসা, মহাইল মাদানিয়া ক্বওমি মাদরাসা, দারুস সুন্নাহ ভাইটগ্রাম মাদরাসা, দারুল কুরআন খাজার মোকাম মাদরাসা (প্রতিষ্ঠাতা দাতা সদস্য), সেনগ্রাম মহিলা মাদরাসা, কাঞ্জর মাদানিয়া মাদরাসা, দরবস্ত জামেয়া ইসলামিয়া মাদরাসা, মাদানিয়া কিন্ডারগার্টেন বারইকান্দি, দরবস্ত ফাতিমাতুয যাহরা মহিলা মাদরাসা, দারুল আরকাম দরবস্ত মাদরাসা, তাহফিযুল কুরআন সরুফৌদ মাদরাসা, জামিয়া কুরআনিয়া সারিঘাট মাদরাসা, নূরে মদিনা শুকইনপুর মাদরাসা, ডেমা জামিয়া ইসলামিয়া মাদরাসা, কামরুল ইসলাম মুহিউস সুন্নাহ বাগেরখাল মাদরাসা, মাঈনুল ইসলাম লামা-শ্যামপুর মাদরাসা, মিসবাহুল উলূম শ্যামপুর বাগেরখাল মাদরাসা, হরিপুর হাফিযিয়া মাদরাসা, জামিয়া রহমানিয়া ইসলামিয়া চিকনাগুল মাদরাসা।

মসজিদ নির্মাণ ও সংস্কারে অবদান (মোট: ১৯টি।

চারিকাটা কুমারপাড়া আমতল জামে মসজিদ (পূর্ণ নির্মাণ), চারিকাটা ভিত্রিখেল জাদুবাড়ী জামে মসজিদ (পূর্ণ নির্মাণ), ভিত্রিখেল উত্তর বড়গোল জামে মসজিদ (পূর্ণ নির্মাণ), দরবস্ত বাজার জামে মসজিদ, দরবস্ত পাকড়ী জামে মসজিদ, দরবস্ত ফান্দু জামে মসজিদ, দরবস্ত উত্তর জামে মসজিদ, শ্রীখেল জামে মসজিদ, করগ্রাম উত্তর রহিম হাজি মসজিদ, করগ্রাম পূর্ব জামে মসজিদ, কাঞ্জর জামে মসজিদ, কাঞ্জর পূর্ব জামে মসজিদ, মানিকপাড়া দক্ষিণ জামে মসজিদ, সরুফৌদ পাথরঘাটা জামে মসজিদ, বারইকান্দি জামে মসজিদ, সরুখেল জামে মসজিদ চারিকাটা, টাকুরের মাটি জামে মসজিদ চিকনাগোল, সাতজনি জামে মসজিদ চিকনাগোল, শ্যামপুর দুবাই মসজিদ হরিপুর।

ঈদগাহ উন্নয়নে সহায়তা (মোট: ৩টি)।

দরবস্ত শাহী ঈদগাহ, চিকনাগুল শাহী ঈদগাহ, লালা গৌরী শাহী ঈদগাহ।

 

কবরস্থান: উন্নয়ন সহায়তা (মোট: ৩টি):

ঘাটেরচটি ও ঠাকুরের মাটি কবরস্থান  গোরস্তানের বাউন্ডারি নির্মাণ, করগ্রাম উত্তর মহল্লা গোরস্তানের বাউন্ডারি নির্মাণ, ৪ মৌজা কবরস্থান।

 

সংগঠনের নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রভাব:

রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী খসরু বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সেবামূলক কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক রোটারি আন্দোলনেরও একজন সক্রিয় সদস্য হিসেবে সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

  • আর্তমানবতার সেবায় নিয়জিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ-উপনেতা- এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও অনলাইন মিডিয়া  সাথে  তিনি যুক্ত রয়েছেন।

শেষ কথা:

প্রবাসে থেকেও যিনি নিজ মাটির টান ভুলে যাননি, যিনি সমাজের প্রতিটি স্তরে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় কেন্দ্র, কবরস্থান পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন তিনি নিঃসন্দেহে এক মানবতার প্রতীক। আবদুল গাফফার চৌধুরী খসরুর এই সব অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

ট্যাগ:
সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে দিনদুপুরে প্রাইভেটকার থামিয়ে শিশু অপহরণের চেষ্টা, মধ্যরাতে যুবক আটক

Follow for More!

মানবিকতায় নিবেদিত প্রাণ আব্দুল গাফফার চৌধুরী খসরু

প্রকাশিত: ০৭:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
১৪

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্র প্রবাসী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনকারী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু একজন নিরলস সমাজসেবক হিসেবে আন্তর্জাতিক ও স্থানীয় পরিমণ্ডলে প্রশংসিত। প্রবাসে থেকেও নিজের জন্মভূমি এবং সমাজের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে তিনি যেভাবে অবদান রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

শিক্ষা খাতে আজীবন দাতা সদস্য হিসেবে অবদান (মোট: ১৩টি প্রতিষ্ঠান।

ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, রমজান রূপজান বাগেরখাল একাডেমি (স্কুল ও কলেজ শাখা), হযরত শাহজালাল ডিগ্রি কলেজ, সেন্ট্রেল জৈন্তা উচ্চ বিদ্যালয়, সারিঘাট উচ্চ বিদ্যালয়, আমিনা হেলালি টেকনিক্যাল স্কুল, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুল, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চিকনাগুল আইডিয়াল উচ্চ বিদ্যালয়, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়।

বিশেষ অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান (মোট: ১০টি।

জৈন্তাপুর গার্লস হাইস্কুল, বাউরবাগ উচ্চ বিদ্যালয়, চারিকাটা উচ্চ বিদ্যালয়, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল, সিকন্দর আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন, জৈন্তাপুর BIAM উচ্চ বিদ্যালয়, সিকদার মেমোরিয়াল গার্লস হাই স্কুল।

কওমি ও আলিয়া মাদরাসায় অবদান (মোট: ৪০টি।

মাদরাসাতুল উলূম হরিপুর বাজার মাদরাসা, দারুল উলূম হেমু মাদরাসা, দারুল হাদিস মদিনাতুল উলূম খরিলহাট মাদরাসা, দরবস্ত আল-মনসূর মাদরাসা, ইমদাদুল উলূম লামনীগ্রাম মাদরাসা, আশরাফুল উলূম নিজপাট মাদরাসা, জৈন্তা জামেয়া মহিলা মাদরাসা, নূরে মদিনা বিরাইমারা মাদরাসা, শাহজালাল রহ. লতিফিয়া মাদরাসা আসামপাড়া, মারকাজুল উলূম ডৌডিক মাদরাসা, ফাতিমাতুয যাহরা সারিঘাট মহিলা মাদরাসা, চারিকাটা থুবাং হামিদিয়া মাদরাসা, থুবাং হাজি গিয়াসউদ্দিন মহিলা মাদরাসা, মাদানিয়া বনপাড়া মাদরাসা, নয়াখেল হাফিযিয়া মাদরাসা, দারুল কুরআন আহমদপুর রামপ্রসাদ মাদরাসা, ফুলতল মাদরাসা, হারাতৈল মাদরাসা, দারুস সুন্নাহ ছাতারখাই কওমি মাদরাসা, ছাতারখাই দারুল ইসলাম মাদরাসা, রওজাতুল ইসলাম চাক্তা ক্বওমি মাদরাসা, এহইয়াউল উলূম মানিকপাড়া ঈদগাহ মাদরাসা, মহাইল মাদানিয়া ক্বওমি মাদরাসা, দারুস সুন্নাহ ভাইটগ্রাম মাদরাসা, দারুল কুরআন খাজার মোকাম মাদরাসা (প্রতিষ্ঠাতা দাতা সদস্য), সেনগ্রাম মহিলা মাদরাসা, কাঞ্জর মাদানিয়া মাদরাসা, দরবস্ত জামেয়া ইসলামিয়া মাদরাসা, মাদানিয়া কিন্ডারগার্টেন বারইকান্দি, দরবস্ত ফাতিমাতুয যাহরা মহিলা মাদরাসা, দারুল আরকাম দরবস্ত মাদরাসা, তাহফিযুল কুরআন সরুফৌদ মাদরাসা, জামিয়া কুরআনিয়া সারিঘাট মাদরাসা, নূরে মদিনা শুকইনপুর মাদরাসা, ডেমা জামিয়া ইসলামিয়া মাদরাসা, কামরুল ইসলাম মুহিউস সুন্নাহ বাগেরখাল মাদরাসা, মাঈনুল ইসলাম লামা-শ্যামপুর মাদরাসা, মিসবাহুল উলূম শ্যামপুর বাগেরখাল মাদরাসা, হরিপুর হাফিযিয়া মাদরাসা, জামিয়া রহমানিয়া ইসলামিয়া চিকনাগুল মাদরাসা।

মসজিদ নির্মাণ ও সংস্কারে অবদান (মোট: ১৯টি।

চারিকাটা কুমারপাড়া আমতল জামে মসজিদ (পূর্ণ নির্মাণ), চারিকাটা ভিত্রিখেল জাদুবাড়ী জামে মসজিদ (পূর্ণ নির্মাণ), ভিত্রিখেল উত্তর বড়গোল জামে মসজিদ (পূর্ণ নির্মাণ), দরবস্ত বাজার জামে মসজিদ, দরবস্ত পাকড়ী জামে মসজিদ, দরবস্ত ফান্দু জামে মসজিদ, দরবস্ত উত্তর জামে মসজিদ, শ্রীখেল জামে মসজিদ, করগ্রাম উত্তর রহিম হাজি মসজিদ, করগ্রাম পূর্ব জামে মসজিদ, কাঞ্জর জামে মসজিদ, কাঞ্জর পূর্ব জামে মসজিদ, মানিকপাড়া দক্ষিণ জামে মসজিদ, সরুফৌদ পাথরঘাটা জামে মসজিদ, বারইকান্দি জামে মসজিদ, সরুখেল জামে মসজিদ চারিকাটা, টাকুরের মাটি জামে মসজিদ চিকনাগোল, সাতজনি জামে মসজিদ চিকনাগোল, শ্যামপুর দুবাই মসজিদ হরিপুর।

ঈদগাহ উন্নয়নে সহায়তা (মোট: ৩টি)।

দরবস্ত শাহী ঈদগাহ, চিকনাগুল শাহী ঈদগাহ, লালা গৌরী শাহী ঈদগাহ।

 

কবরস্থান: উন্নয়ন সহায়তা (মোট: ৩টি):

ঘাটেরচটি ও ঠাকুরের মাটি কবরস্থান  গোরস্তানের বাউন্ডারি নির্মাণ, করগ্রাম উত্তর মহল্লা গোরস্তানের বাউন্ডারি নির্মাণ, ৪ মৌজা কবরস্থান।

 

সংগঠনের নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রভাব:

রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী খসরু বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সেবামূলক কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক রোটারি আন্দোলনেরও একজন সক্রিয় সদস্য হিসেবে সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

  • আর্তমানবতার সেবায় নিয়জিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ-উপনেতা- এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও অনলাইন মিডিয়া  সাথে  তিনি যুক্ত রয়েছেন।

শেষ কথা:

প্রবাসে থেকেও যিনি নিজ মাটির টান ভুলে যাননি, যিনি সমাজের প্রতিটি স্তরে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় কেন্দ্র, কবরস্থান পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন তিনি নিঃসন্দেহে এক মানবতার প্রতীক। আবদুল গাফফার চৌধুরী খসরুর এই সব অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।