ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে এক ঘটনায় ৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৯:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৮ পড়া হয়েছে
১৪

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

গতকাল( ৯ জুলাই)  বুধবার রাতে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলার আওতায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’।

ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত সোমবার বিকেলে নবীগঞ্জের আনমনু এবং তিমিরপুরের পক্ষ নিয়ে কয়েকটি গ্রামের মানুষ নবীগঞ্জ শহরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত দেড় শতাধিক মানুষ আহত হন।

এ সময় সংঘর্ষকারীরা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ ও প্রাইভেট হাসপাতালসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

হবিগঞ্জে এক ঘটনায় ৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
১৪

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

গতকাল( ৯ জুলাই)  বুধবার রাতে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলার আওতায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’।

ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত সোমবার বিকেলে নবীগঞ্জের আনমনু এবং তিমিরপুরের পক্ষ নিয়ে কয়েকটি গ্রামের মানুষ নবীগঞ্জ শহরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত দেড় শতাধিক মানুষ আহত হন।

এ সময় সংঘর্ষকারীরা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ ও প্রাইভেট হাসপাতালসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।