
দিরাই প্রতিনিধিঃ যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ এক সাক্ষাৎতে বলেন দিরাই শাল্লাবাসীর পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই। আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন দিরাই শাল্লা বাসীর সুখে দুঃখে সবসময় দিরাই শাল্লাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি।যখন করোনা ভাইরাসের ভয়াল থাবায় কার্যত বিপর্যস্ত বিশ্ব,তখনো আমার প্রিয় দিরাই শাল্লাবাসীর পাশে দাড়িয়েছি।
২০২২ সালে অকাল বন্যায় বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছি মানুষের ঘরে ঘরে ভালবাসা পৌঁছে দিয়েছি। আজমল হোসেন চৌধুরী জাবেদ আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার শ্রদ্বেয় নেতা জনাব নাছির উদ্দিন চৌধুরী যদি কোন কারণে নির্বাচন না করেন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অবহেলিত সুনামগঞ্জের – ২ (দিরাই -শাল্লা) আসনে নির্বাচন করবো। আজমল হোসেন চৌধুরী জাবেদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দিরাই- শাল্লার গ্রাম গঞ্চে হাটে বাজারে পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছি এবং জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট দিরাই শাল্লার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছি তা অব্যাহত আছে।
আজমল হোসেন চৌধুরী জাবেদ যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুই দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ – ২ ( দিরাই -শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি (দিরাই-শাল্লা) সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
Channel Jainta News 24 























