ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুর–সালুটিকর সড়ক পরিদর্শনে উপজেলা প্রকৌশলী: জানালেন উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৫ পড়া হয়েছে
১৮

নিজস্ব সংবাদদাতা::

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর সাহেবের বাজার থেকে সালুটিকর পর্যন্ত সংযোগকারী সড়কটি বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বর্ষা মৌসুমে সড়কের বড় গর্তে পানি জমে জনচলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। একইসঙ্গে এটি সিলেট গ্যাস ফিল্ড ও আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত।

 

সড়কটির এই দুরবস্থা স্থানীয়ভাবে একাধিকবার আলোচিত হলেও সম্প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সাংবাদিক মুরাদ হাসান, জাহিদুল ইসলাম ও সুয়েব রানা। তাদের প্রতিবেদন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে সোমবার (৩০ জুন) সরেজমিনে পরিদর্শনে যান জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ওই তিন সাংবাদিক ছাড়াও স্থানীয় সমাজসেবক তরিকুল ইসলাম।

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকৌশলী রিয়াজ মাহমুদ বলেন,

“হরিপুর সাহেবের বাজার–সালুটিকর সড়কটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক, যা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলাকে সংযুক্ত করেছে। একইসঙ্গে এটি সিলেট গ্যাস ফিল্ড ও আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে সড়কটির অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমার নজরে এলে দ্রুত স্থানটি পরিদর্শনে আসি।

 

২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সড়কটি মেরামতের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সড়কটির সার্ভে ও প্রাক্কলন কাজ শুরু করা হবে। প্রাক্কলন অনুমোদনের পর দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

 

সাংবাদিক মুরাদ হাসান বলেন, “এই সড়কের বেহাল দশার বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে কভার করে আসছি। প্রশাসনের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়াটা প্রশংসনীয়।”

 

সাংবাদিক সুয়েব রানা বলেন, “জনস্বার্থে আমরা বারবার এই সড়কের দুর্দশা তুলে ধরেছি। দ্রুত কাজ শুরু হলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।”

 

স্থানীয় সমাজসেবক তরিকুল ইসলাম বলেন, “সরকারি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে কাজের গুণগত মান ও তদারকিও নিশ্চিত করতে হবে।”

 

এসময় উপস্থিত এলাকাবাসী জানান, সড়কটির সংস্কার তাদের বহুদিনের দাবি। পাশাপাশি তারা দাবি জানান, সড়কের পাশে পর্যাপ্ত ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে জলাবদ্ধতা না হয় এবং সংস্কারকাজ দীর্ঘস্থায়ী হয়।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য—–অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম

Follow for More!

হরিপুর–সালুটিকর সড়ক পরিদর্শনে উপজেলা প্রকৌশলী: জানালেন উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি

প্রকাশিত: ০৩:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
১৮

নিজস্ব সংবাদদাতা::

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর সাহেবের বাজার থেকে সালুটিকর পর্যন্ত সংযোগকারী সড়কটি বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বর্ষা মৌসুমে সড়কের বড় গর্তে পানি জমে জনচলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। একইসঙ্গে এটি সিলেট গ্যাস ফিল্ড ও আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত।

 

সড়কটির এই দুরবস্থা স্থানীয়ভাবে একাধিকবার আলোচিত হলেও সম্প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সাংবাদিক মুরাদ হাসান, জাহিদুল ইসলাম ও সুয়েব রানা। তাদের প্রতিবেদন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে সোমবার (৩০ জুন) সরেজমিনে পরিদর্শনে যান জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ওই তিন সাংবাদিক ছাড়াও স্থানীয় সমাজসেবক তরিকুল ইসলাম।

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকৌশলী রিয়াজ মাহমুদ বলেন,

“হরিপুর সাহেবের বাজার–সালুটিকর সড়কটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক, যা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলাকে সংযুক্ত করেছে। একইসঙ্গে এটি সিলেট গ্যাস ফিল্ড ও আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে সড়কটির অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমার নজরে এলে দ্রুত স্থানটি পরিদর্শনে আসি।

 

২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সড়কটি মেরামতের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সড়কটির সার্ভে ও প্রাক্কলন কাজ শুরু করা হবে। প্রাক্কলন অনুমোদনের পর দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

 

সাংবাদিক মুরাদ হাসান বলেন, “এই সড়কের বেহাল দশার বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে কভার করে আসছি। প্রশাসনের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়াটা প্রশংসনীয়।”

 

সাংবাদিক সুয়েব রানা বলেন, “জনস্বার্থে আমরা বারবার এই সড়কের দুর্দশা তুলে ধরেছি। দ্রুত কাজ শুরু হলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।”

 

স্থানীয় সমাজসেবক তরিকুল ইসলাম বলেন, “সরকারি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে কাজের গুণগত মান ও তদারকিও নিশ্চিত করতে হবে।”

 

এসময় উপস্থিত এলাকাবাসী জানান, সড়কটির সংস্কার তাদের বহুদিনের দাবি। পাশাপাশি তারা দাবি জানান, সড়কের পাশে পর্যাপ্ত ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে জলাবদ্ধতা না হয় এবং সংস্কারকাজ দীর্ঘস্থায়ী হয়।