ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক ও জনপদের গাফলতি ১০ বছর উন্নয়ন বঞ্চিত দরবস্ত কানাইঘাট সড়ক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১১ পড়া হয়েছে
১৮

নিজস্ব সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর থেকে কানাইঘাট উপজেলাগামী আঞ্চলিক সড়ক দরবস্ত-কানাইঘাট রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ফলে কোথাও না কোথাও ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।

 

২০২৫ সালের মাঝামাঝি সময়েও সড়কটির অবস্থা অপরিবর্তিত। রাস্তায় ধুলোবালি, গর্ত আর কাঁদার কারণে সাধারণ যাত্রী, পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। ধুলায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে আশঙ্কাজনকভাবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দরবস্ত থেকে শাহবাগ পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কে সর্বশেষ উন্নয়নমূলক কাজ হয়েছিল ১০ বছর আগে, ASBS নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরপর থেকে আর কোনো বড় সংস্কার হয়নি। গত বছর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) টেন্ডার আহ্বান করলেও তা বাস্তবায়ন না হওয়ায় জনগণের হতাশা বাড়ছে। অভিযোগ রয়েছে, সামান্য কিছু খননকাজ দেখিয়ে মোটা অঙ্কের বিল উত্তোলন করেছে জাহিদ ইকবাল নামের এক ঠিকাদার।

 

এ বিষয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সচেতন মহল সড়ক ও জনপদ বিভাগের গাফিলতিকেই দায়ী করছেন।

 

এ বিষয়ে সিলেট সড়ক ও জনপদ বিভাগের সাব-ডিভিশনাল প্রকৌশলী সালাহ উদ্দিন সুহাগ বলেন, দরবস্ত-কানাইঘাট সড়কের জন্য চলতি অর্থবছরে নতুন করে কোনো বরাদ্দ হয়নি। তবে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে, শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। টেন্ডার অনুমোদিত হলেই সড়কটির দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হবে।

 

অপরদিকে, সরেজমিনে সড়ক পরিদর্শন করে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেন, এ এলাকার মানুষ প্রতিদিন খানা-খন্দক রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। সড়ক উন্নয়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে জনগণকে নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

 

এলাকার জনগণ চান অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সড়কের সংস্কার কাজ শুরু হোক যাতে করে অন্ততপক্ষে স্বাভাবিক যাতায়াতের নিশ্চয়তা ফিরে আসে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

Follow for More!

সড়ক ও জনপদের গাফলতি ১০ বছর উন্নয়ন বঞ্চিত দরবস্ত কানাইঘাট সড়ক

প্রকাশিত: ০৬:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
১৮

নিজস্ব সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর থেকে কানাইঘাট উপজেলাগামী আঞ্চলিক সড়ক দরবস্ত-কানাইঘাট রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ফলে কোথাও না কোথাও ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।

 

২০২৫ সালের মাঝামাঝি সময়েও সড়কটির অবস্থা অপরিবর্তিত। রাস্তায় ধুলোবালি, গর্ত আর কাঁদার কারণে সাধারণ যাত্রী, পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। ধুলায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে আশঙ্কাজনকভাবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দরবস্ত থেকে শাহবাগ পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কে সর্বশেষ উন্নয়নমূলক কাজ হয়েছিল ১০ বছর আগে, ASBS নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরপর থেকে আর কোনো বড় সংস্কার হয়নি। গত বছর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) টেন্ডার আহ্বান করলেও তা বাস্তবায়ন না হওয়ায় জনগণের হতাশা বাড়ছে। অভিযোগ রয়েছে, সামান্য কিছু খননকাজ দেখিয়ে মোটা অঙ্কের বিল উত্তোলন করেছে জাহিদ ইকবাল নামের এক ঠিকাদার।

 

এ বিষয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সচেতন মহল সড়ক ও জনপদ বিভাগের গাফিলতিকেই দায়ী করছেন।

 

এ বিষয়ে সিলেট সড়ক ও জনপদ বিভাগের সাব-ডিভিশনাল প্রকৌশলী সালাহ উদ্দিন সুহাগ বলেন, দরবস্ত-কানাইঘাট সড়কের জন্য চলতি অর্থবছরে নতুন করে কোনো বরাদ্দ হয়নি। তবে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে, শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। টেন্ডার অনুমোদিত হলেই সড়কটির দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হবে।

 

অপরদিকে, সরেজমিনে সড়ক পরিদর্শন করে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেন, এ এলাকার মানুষ প্রতিদিন খানা-খন্দক রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। সড়ক উন্নয়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে জনগণকে নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

 

এলাকার জনগণ চান অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সড়কের সংস্কার কাজ শুরু হোক যাতে করে অন্ততপক্ষে স্বাভাবিক যাতায়াতের নিশ্চয়তা ফিরে আসে।