ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ, আহত এক সৈনিক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১২ পড়া হয়েছে
১৮

নিজস্ব সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পিকআপটিকে ধাওয়ার সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল সোমবার (১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালানি মাল বহনের সন্দেহে থামার সংকেত দেয়। তবে পিকআপটি সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

বিজিবির মোটরসাইকেলযোগে টহল দল পিকআপটিকে ধাওয়া করলে সেটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করেন।

ধাওয়ার সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহানের নাম পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পিকআপ ও চোরাচালানকৃত মালামাল জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য—–অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম

Follow for More!

জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ, আহত এক সৈনিক

প্রকাশিত: ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
১৮

নিজস্ব সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পিকআপটিকে ধাওয়ার সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল সোমবার (১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালানি মাল বহনের সন্দেহে থামার সংকেত দেয়। তবে পিকআপটি সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

বিজিবির মোটরসাইকেলযোগে টহল দল পিকআপটিকে ধাওয়া করলে সেটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করেন।

ধাওয়ার সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহানের নাম পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পিকআপ ও চোরাচালানকৃত মালামাল জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।