
লাখাই প্রতিনিধি::
হবিগঞ্জে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ দিন) বেলা ১১টায় হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীনাড়ি প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য গিরেন্দ্র চন্দ্র রায়। যৌথভাবে সভা সঞ্চালনা করেন রাজন দাশ ও অতীন দত্ত চৌধুরী।
এতে বক্তব্য রাখেন— এডভোকেট পংকজ কুমার রায়, বিশ্বজিৎ শেখর পুরকায়স্থ মিঠু, এডভোকেট মিঠু চন্দ্র গোপ (এজিপি), এডভোকেট অপরেশ দাশ, সাধন বড়ুয়া, ডা. অনুজ কুমার দাশ, শরবিন্দু দাশ, সুব্রত দাশ, অভিরাম দাশ, আশীষ দাশগুপ্ত, অপু দাশ, নরোত্তম দাশ, তুষার রায়, সঞ্জীব সরকার, অরজিৎ দাশ, সঞ্জয় দাশ, অনুপ দাশ, রুমি বড়ুয়া, হরকুমার দাস, গোপাল দাশ, লিটন সরকার এবং রনজিত দেব প্রমুখ।
সভায় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভায় আগামী কর্মী সমাবেশ সফল করতে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভার আলোচনায় সংগঠনের কার্যক্রম জোরদার করা, অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এই সভা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সংহতি, অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও সুসংগঠিত করার নতুন বার্তা দেওয়া হয়।
Channel Jainta News 24 
























