ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে মসজিদে চুরির ঘটনায় আটক ১: আরও চারজন পলাতক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১২ পড়া হয়েছে

Oplus_131072

১৬

জৈন্তাপুর প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে পরপর দুই রাতে তিনটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম ওরফে তাজেল (৩০)। তিনি সিলেট শাহপরান থানার অন্তর্গত পীরের বাজার চৌধুরীপাড়া এলাকার মৃত কুটাই মিয়ার পুত্র।

 

পুলিশ জানায়, চলতি বছরের জুন মাসের ১৫ ও ১৬ তারিখ গভীর রাতে দরবস্ত ইউনিয়নের তিনটি মসজিদ—দীঘিরপাড় জামে মসজিদ, উত্তর দরবস্ত জামে মসজিদ এবং করগ্রাম হাজী আব্দুর রহিম জামে মসজিদে চুরির ঘটনা ঘটে। চোরেরা দানবাক্স ও মসজিদের বিভিন্ন সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়।

 

শনিবার, (২১ জুন) ভোরে উত্তর দরবস্ত জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে মাটির নিচে পুঁতে রাখা ব্যাটারি উত্তোলনের সময় তাজুলকে স্থানীয়রা হাতে-নাতে ধরে ফেলে। পরে তাকে দরবস্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিষয়টি চেয়ারম্যান বাহারুল আলম বাহার পুলিশকে জানালে জৈন্তাপুর মডেল থানার একটি দল এসে তাজুলকে আটক করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল তিনটি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দুইটি মসজিদের চারটি এমপ্লিফায়ার, একটি মাইক, একটি ওয়াল ফ্যান ও একটি মাইকের ব্যাটারি উদ্ধার করে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তাজুল তার সহযোগী হিসেবে আরও চারজনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক চারজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ ঘটনায় এলাকায় মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে এবং সবাই দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেট পলিটেকনিকে সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ: নেতৃত্বে নাঈম ও ইনজামাম

Follow for More!

জৈন্তাপুরে মসজিদে চুরির ঘটনায় আটক ১: আরও চারজন পলাতক

প্রকাশিত: ০৬:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
১৬

জৈন্তাপুর প্রতিনিধি::

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে পরপর দুই রাতে তিনটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম ওরফে তাজেল (৩০)। তিনি সিলেট শাহপরান থানার অন্তর্গত পীরের বাজার চৌধুরীপাড়া এলাকার মৃত কুটাই মিয়ার পুত্র।

 

পুলিশ জানায়, চলতি বছরের জুন মাসের ১৫ ও ১৬ তারিখ গভীর রাতে দরবস্ত ইউনিয়নের তিনটি মসজিদ—দীঘিরপাড় জামে মসজিদ, উত্তর দরবস্ত জামে মসজিদ এবং করগ্রাম হাজী আব্দুর রহিম জামে মসজিদে চুরির ঘটনা ঘটে। চোরেরা দানবাক্স ও মসজিদের বিভিন্ন সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়।

 

শনিবার, (২১ জুন) ভোরে উত্তর দরবস্ত জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে মাটির নিচে পুঁতে রাখা ব্যাটারি উত্তোলনের সময় তাজুলকে স্থানীয়রা হাতে-নাতে ধরে ফেলে। পরে তাকে দরবস্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিষয়টি চেয়ারম্যান বাহারুল আলম বাহার পুলিশকে জানালে জৈন্তাপুর মডেল থানার একটি দল এসে তাজুলকে আটক করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল তিনটি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দুইটি মসজিদের চারটি এমপ্লিফায়ার, একটি মাইক, একটি ওয়াল ফ্যান ও একটি মাইকের ব্যাটারি উদ্ধার করে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তাজুল তার সহযোগী হিসেবে আরও চারজনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক চারজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ ঘটনায় এলাকায় মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে এবং সবাই দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।