
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে রেললাইন দিয়ে হাটতে হাটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সাগর মাল(২৮) নামে এক যুবক। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের অরুণ মাল এর পুত্র। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলেও স্টেশনের অদূরে রেললাইন দিয়ে হেটে হেটে মোবাইল ফোনে কথা বলতে থাকা সাগর মাল খেয়াল না করে কথা বলায় ব্যাস্ত ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে এসে নিহত সাগর মাল এর মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সাথে যোগাযোগ করেন।
Channel Jainta News 24 
























