
ডেস্ক নিউজ:: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এবং বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক : তরুণ সমাজসেবী আনোয়ার হোসেন।
বার্তায় তিনি বলেন,আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা। কোরবানীর এই ত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে কাজ করব। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।। ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলা বাসীসহ দেশ ও বিদেশে অবস্থারত সকলে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদ মোবারক।’
Channel Jainta News 24 














