
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামী মাসুক আলী (৫২)–কে গ্রেফতার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাসুক আলীকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসি নিজে, এসআই আব্দুস শহীদ ও এএসআই হামিদ।
এর আগে, মঙ্গলবার বিকেলে নিহত সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমা নিজ ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ এবং স্ত্রী রাহেনা বেগম মিলে তাদের উপর অতর্কিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই শারমিন ও মাছুমার মৃত্যু হয়। শারমিনের দুই হাতের কব্জি এবং মাছুমার এক হাতের কব্জি কেটে যায়।
তাদের মা হাজেরা বেগম মেয়েদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও তার জ্ঞান ফেরেনি।
নিহত শারমিনের স্বামী আব্দুস শহীদ ওই রাতেই মাসুক আলীসহ আরও তিনজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি মাহফুজুল কবীর জানান, প্রধান আসামী মাসুক আলীকে গ্রেফতারের পর বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Channel Jainta News 24 

























