
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে।
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্য স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)।
সে উপজেলার ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবেল মিয়াকে উদ্ধার করা যায়নি।
স্থানীয়রা জানান, নিখোঁজ পাবেল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিল। তবে, হঠাৎ করে কিভাবে সে পানিতে পড়লো তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে কিভাবে সে নিখোঁজ হলো তা তদন্ত করা হচ্ছে।
Channel Jainta News 24 














