ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির সভাপতি পদে ফারুক আউট আমিনুল ইন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৪ পড়া হয়েছে
১৫

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক অধ্যায় শেষ। শুক্রবার বিকেলে বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া একই সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি পদে ফাহিম সিনহার নাম জানানো হয়েছে।

আমিনুলের সভাপতি হওয়াটা বৃহস্পতিবার অনেকটা নিশ্চিত হয়ে যায়। রাতে সদ্য সাবেক হওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে বিসিবির আট পরিচালক চিঠি দিলে সাবেক অধিনায়কের কাউন্সিলর পদ খারিজ করে দেয় এনএসসি। ফারুকের সেই জায়গায় আমিনুলকে কাউন্সিলর মনোনীত করে এনএসসি। কাউন্সিলর মনোনীত হয়েই আজ বিকালে বিসিবি ভবনে আসেন সাবেক অধিনায়ক।

বিসিবির ১৬তম সভাপতি হলেন আমিনুল। দীর্ঘদিন ধরেই আইসিসির ডেভেলমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি তিনি করেছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে।

আমিনুল নতুন সভাপতি হওয়ায় থেমে গেছে ফারুকে পথচলা। গত বছরের আগষ্টে ঘটা করে সভাপতির দায়িত্ব নেওয়া ফারুকের শেষটা সুখকর হয়নি। তাকে সভাপতি পদ থেকে ছাঁটাই করার সময় অনেক নাটকীয়তা হয়েছে বিসিবিতে। মাত্র নয় মাসেই থেমে গেলে ফারুকের সভাপতির অধ্যায়।

এদিকে, ফারুক আহমেদ জানিয়েছেন, আমি অন্যায়ের শিকার, আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে। আমি এরই মধ্যে আইসিসির কাছে নালিশ জানিয়েছি। আমার বিশ্বাস ও আমি নিশ্চিত, আইসিসি তড়িৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে।

শ্রীলঙ্কার উদাহরণ টেনে ফারুক আহমেদ বলেন, দুই বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রীপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি ত্বরিৎ পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পুনর্বহাল করেছিল। তার প্রত্যাশা, তার ক্ষেত্রেও তাই করবে আইসিসি এবং তিনি আবার আইসিসির মাধ্যমে বোর্ড সভাপতি পুনর্বহাল হবেন।

এদিকে আপন ভায়রা ভাই আকরাম খান ছাড়া বর্তমান বিসিবি পরিচালক পর্ষদের বাকি আট পরিচালকই অনাস্থা জ্ঞাপন করেছেন ফারুক আহমেদের বিপক্ষে।

বিসিবি পরিচালক মাহবুব আনাম ও ইফতিখার রহমান মিঠু জানান, খোদ সরকার যেখানে ফারুক আহমেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তাকে আর চায় না, সেখানে আমরা পরিচালকরা তার সাথে থাকি কি করে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত: সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা

Follow for More!

বিসিবির সভাপতি পদে ফারুক আউট আমিনুল ইন

প্রকাশিত: ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১৫

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক অধ্যায় শেষ। শুক্রবার বিকেলে বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া একই সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি পদে ফাহিম সিনহার নাম জানানো হয়েছে।

আমিনুলের সভাপতি হওয়াটা বৃহস্পতিবার অনেকটা নিশ্চিত হয়ে যায়। রাতে সদ্য সাবেক হওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে বিসিবির আট পরিচালক চিঠি দিলে সাবেক অধিনায়কের কাউন্সিলর পদ খারিজ করে দেয় এনএসসি। ফারুকের সেই জায়গায় আমিনুলকে কাউন্সিলর মনোনীত করে এনএসসি। কাউন্সিলর মনোনীত হয়েই আজ বিকালে বিসিবি ভবনে আসেন সাবেক অধিনায়ক।

বিসিবির ১৬তম সভাপতি হলেন আমিনুল। দীর্ঘদিন ধরেই আইসিসির ডেভেলমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি তিনি করেছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে।

আমিনুল নতুন সভাপতি হওয়ায় থেমে গেছে ফারুকে পথচলা। গত বছরের আগষ্টে ঘটা করে সভাপতির দায়িত্ব নেওয়া ফারুকের শেষটা সুখকর হয়নি। তাকে সভাপতি পদ থেকে ছাঁটাই করার সময় অনেক নাটকীয়তা হয়েছে বিসিবিতে। মাত্র নয় মাসেই থেমে গেলে ফারুকের সভাপতির অধ্যায়।

এদিকে, ফারুক আহমেদ জানিয়েছেন, আমি অন্যায়ের শিকার, আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে। আমি এরই মধ্যে আইসিসির কাছে নালিশ জানিয়েছি। আমার বিশ্বাস ও আমি নিশ্চিত, আইসিসি তড়িৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে।

শ্রীলঙ্কার উদাহরণ টেনে ফারুক আহমেদ বলেন, দুই বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রীপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি ত্বরিৎ পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পুনর্বহাল করেছিল। তার প্রত্যাশা, তার ক্ষেত্রেও তাই করবে আইসিসি এবং তিনি আবার আইসিসির মাধ্যমে বোর্ড সভাপতি পুনর্বহাল হবেন।

এদিকে আপন ভায়রা ভাই আকরাম খান ছাড়া বর্তমান বিসিবি পরিচালক পর্ষদের বাকি আট পরিচালকই অনাস্থা জ্ঞাপন করেছেন ফারুক আহমেদের বিপক্ষে।

বিসিবি পরিচালক মাহবুব আনাম ও ইফতিখার রহমান মিঠু জানান, খোদ সরকার যেখানে ফারুক আহমেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তাকে আর চায় না, সেখানে আমরা পরিচালকরা তার সাথে থাকি কি করে।