ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৮ পড়া হয়েছে

Oplus_131072

১৫

নিজস্ব সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্যতম পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২৬ মে)  বেলা ১১ টায় দাখিল ২০১১ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এই। মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আমাদের মনন ও স্বপ্নগুলোকে যারা মনে ধারণ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে মিলিত হন এক অপূর্ব মিলনমেলায়।

 

২০২৫ সালের এই ২৬ মে সোমবার, দীর্ঘ প্রতীক্ষিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ নুরুল হক। এসময়ে বক্তব্যে তিনি বলেন, “একজন শিক্ষকের সত্যিকারের সফলতা তখনই আসে, যখন তার শিক্ষার্থীরা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে ফিরে আসে। আজকের এই আয়োজন সেই মূল্যবান উদাহরণ।

 

এদিন মোট ১৯ জন শিক্ষককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ হাদিয়াও তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য উপহার হিসেবে গ্রহণ করেন তাঁরা।

 

এই সম্মাননা প্রদান করেন দাখিল ২০১১ ব্যাচের ৪০ জন ছাত্রছাত্রী, যাঁদের মধ্যে ৯ জন প্রবাসে থাকলেও সকলে একত্রে অংশগ্রহণ করেছেন এই আয়োজনে। দেশ-বিদেশে অবস্থান করেও তাঁরা ঐক্যবদ্ধভাবে এই শ্রদ্ধা জ্ঞাপনে যুক্ত ছিলেন, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও তাৎপর্যময় ও অনন্য। শিক্ষকদের হাতে স্মারক ও হাদিয়া তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে, শিক্ষকদের অবদান, ও মাদ্রাসার প্রতি ভালোবাসা স্মরণ করেন। অনেকে বলেন, “আমাদের জীবনে যা কিছু অর্জন, তার ভিত্তি এই মাদ্রাসা। আজ এখানে ফিরে আসতে পেরে আমরা গর্বিত।

দীর্ঘ সময় পর সহপাঠী ও শিক্ষকদের সাথে মিলিত হয়ে দাখিল ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা দিনটি স্মরণীয় করে রাখেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

মোঃ সফিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত: সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা

Follow for More!

ছাতকে জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
১৫

নিজস্ব সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্যতম পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২৬ মে)  বেলা ১১ টায় দাখিল ২০১১ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এই। মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আমাদের মনন ও স্বপ্নগুলোকে যারা মনে ধারণ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে মিলিত হন এক অপূর্ব মিলনমেলায়।

 

২০২৫ সালের এই ২৬ মে সোমবার, দীর্ঘ প্রতীক্ষিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ নুরুল হক। এসময়ে বক্তব্যে তিনি বলেন, “একজন শিক্ষকের সত্যিকারের সফলতা তখনই আসে, যখন তার শিক্ষার্থীরা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে ফিরে আসে। আজকের এই আয়োজন সেই মূল্যবান উদাহরণ।

 

এদিন মোট ১৯ জন শিক্ষককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ হাদিয়াও তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য উপহার হিসেবে গ্রহণ করেন তাঁরা।

 

এই সম্মাননা প্রদান করেন দাখিল ২০১১ ব্যাচের ৪০ জন ছাত্রছাত্রী, যাঁদের মধ্যে ৯ জন প্রবাসে থাকলেও সকলে একত্রে অংশগ্রহণ করেছেন এই আয়োজনে। দেশ-বিদেশে অবস্থান করেও তাঁরা ঐক্যবদ্ধভাবে এই শ্রদ্ধা জ্ঞাপনে যুক্ত ছিলেন, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও তাৎপর্যময় ও অনন্য। শিক্ষকদের হাতে স্মারক ও হাদিয়া তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে, শিক্ষকদের অবদান, ও মাদ্রাসার প্রতি ভালোবাসা স্মরণ করেন। অনেকে বলেন, “আমাদের জীবনে যা কিছু অর্জন, তার ভিত্তি এই মাদ্রাসা। আজ এখানে ফিরে আসতে পেরে আমরা গর্বিত।

দীর্ঘ সময় পর সহপাঠী ও শিক্ষকদের সাথে মিলিত হয়ে দাখিল ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা দিনটি স্মরণীয় করে রাখেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

মোঃ সফিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।