জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::
সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর উৎলারপার এলাকা থেকে ৯৬ বোতল বিদেশী মদসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেট।
শনিবার র্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ২৩ মে ২০২৫ ইং শুক্রবার আনুমানিক রাত ৮:৫৫ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
[caption id="attachment_4875" align="alignnone" width="300"]
Oplus_131072[/caption]
এ সময় অভিযানে ৯৬ বোতল বিদেশী মদসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎরপার এলাকার মো: শহজাহান মিয়ার পুত্র মো: শাহীন আহমেদ (২৫)।
আটক হওয়া ব্যাক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে র্যাব-৯ মিডিয়া সেল সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আটক আসামি ও জব্দকৃত আলামত হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।