ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০১:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৭ পড়া হয়েছে
১৪

সিএনজিচালিত অটোরিকশা জেলা শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগ নেতা মো. জাকারিয়া আহমেদের জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

রোববার (৪ মে) সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ পত্রে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে দলের বিরূদ্ধে সংগঠন বিরোধী শ্রমিকলীগের নেতাকে জামিনের পক্ষে অবস্থান নেওয়াই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সুপারিশক্রমে কারণ দর্শানো নোটিশ ইস্যু করা হয়। উক্ত জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

 

জানা যায়, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নাশকতা সৃষ্টির একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমদকে গত ২৮ এপ্রিল দিবাগত রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিনই তিনি জামিন পেয়ে যান।

 

সেসময়ে আদালত প্রাঙ্গনে জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিকদল নেতা আলী আকবর রাজন। জাকারিয়া আহমদকে গ্রেফতারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যায়িত করে পরিবহন নেতা মো. আলী আকবর রাজন সে সময় দেওয়া বক্তব্যে বলেন- আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে রাতে সম্পূর্নভাবে এক মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন। রাজনীতি যার-তার, আমরা সবাই বলি- শ্রমিকসব এককাতার।

 

এ ঘটনার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে শ্রমিক দল।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার

প্রকাশিত: ০১:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
১৪

সিএনজিচালিত অটোরিকশা জেলা শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগ নেতা মো. জাকারিয়া আহমেদের জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

রোববার (৪ মে) সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ পত্রে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে দলের বিরূদ্ধে সংগঠন বিরোধী শ্রমিকলীগের নেতাকে জামিনের পক্ষে অবস্থান নেওয়াই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সুপারিশক্রমে কারণ দর্শানো নোটিশ ইস্যু করা হয়। উক্ত জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

 

জানা যায়, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নাশকতা সৃষ্টির একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমদকে গত ২৮ এপ্রিল দিবাগত রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিনই তিনি জামিন পেয়ে যান।

 

সেসময়ে আদালত প্রাঙ্গনে জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিকদল নেতা আলী আকবর রাজন। জাকারিয়া আহমদকে গ্রেফতারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যায়িত করে পরিবহন নেতা মো. আলী আকবর রাজন সে সময় দেওয়া বক্তব্যে বলেন- আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে রাতে সম্পূর্নভাবে এক মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন। রাজনীতি যার-তার, আমরা সবাই বলি- শ্রমিকসব এককাতার।

 

এ ঘটনার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে শ্রমিক দল।