ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামালগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৪

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

জামালগঞ্জে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এরফলে কৃষকের মুখে হাসি ফুটেছে, লাভের আশায় দিন গুনছেন তারা। এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কিষাণ- কিষাণীরা। সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ হাওরের মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষীরা। তবে গত সপ্তাহে কয়েক দফা আকষ্মিক বৃষ্টিপাতে অনেক কৃষকের মাঠের ধান ভিজে গেছে। ফলে ভিজে যাওয়া ধান মাঠেই শুকাচ্ছেন অনেকেই। আবার অনেকে মাঠ থেকে ধান মাড়াই করে নিচ্ছেন।

এ ছাড়া উপজেলার হাওর শনির, মহালিয়ার, হালির, ছনুয়ার, রৌয়ার, ডাকুয়ার, জোয়াল ভাংগা, গজারিয়া, দিরাই ছাতল, পাগনার, মিনি পাগনার ও গনিয়ারসহ শতকরা ৯৭ ভাগ ধান কেটে ফেলেছেন কৃষকেরা। ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা।

আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এমন দাবি কৃষি বিভাগের। চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

এদিকে জামালগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পুরো উপজেলার ১২টি হাওরে ১৭ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাওরের জমি ১৭ হাজার ৫৩ হেক্টর ধান কর্তন হয়েছে। নন হাওরে ৪ হাজার ১৬ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা প্রায় দেড় লাখ মেঃ টন। যার বাজার মূল্য ৬ শত কোটি টাকা।

ইতিমধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক ও ১৩০টি কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে হাওরের ৮৬ ভাগ ধান কর্তন সম্পন্ন হয়।

উপজেলার ফেনারবাঁক গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাপুর গ্রামের আব্দুল বাছিত জানান, চলতি বোরো মৌসুমে ধানের সার্বিক ফলন নিয়ে কৃষকরা খুশি। ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও এবার কম ঘটেছে। যে কারণে পাকা ধানের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি।

নয়াহালট গ্রামের কৃষক আখলাকুল ইসলাম বলেন, অন্য বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ধান কর্তন শেষ হবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন চৌধুরী

Follow for More!

জামালগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ০৫:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
১৪

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

জামালগঞ্জে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এরফলে কৃষকের মুখে হাসি ফুটেছে, লাভের আশায় দিন গুনছেন তারা। এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কিষাণ- কিষাণীরা। সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ হাওরের মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষীরা। তবে গত সপ্তাহে কয়েক দফা আকষ্মিক বৃষ্টিপাতে অনেক কৃষকের মাঠের ধান ভিজে গেছে। ফলে ভিজে যাওয়া ধান মাঠেই শুকাচ্ছেন অনেকেই। আবার অনেকে মাঠ থেকে ধান মাড়াই করে নিচ্ছেন।

এ ছাড়া উপজেলার হাওর শনির, মহালিয়ার, হালির, ছনুয়ার, রৌয়ার, ডাকুয়ার, জোয়াল ভাংগা, গজারিয়া, দিরাই ছাতল, পাগনার, মিনি পাগনার ও গনিয়ারসহ শতকরা ৯৭ ভাগ ধান কেটে ফেলেছেন কৃষকেরা। ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা।

আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এমন দাবি কৃষি বিভাগের। চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

এদিকে জামালগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পুরো উপজেলার ১২টি হাওরে ১৭ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাওরের জমি ১৭ হাজার ৫৩ হেক্টর ধান কর্তন হয়েছে। নন হাওরে ৪ হাজার ১৬ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা প্রায় দেড় লাখ মেঃ টন। যার বাজার মূল্য ৬ শত কোটি টাকা।

ইতিমধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক ও ১৩০টি কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে হাওরের ৮৬ ভাগ ধান কর্তন সম্পন্ন হয়।

উপজেলার ফেনারবাঁক গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাপুর গ্রামের আব্দুল বাছিত জানান, চলতি বোরো মৌসুমে ধানের সার্বিক ফলন নিয়ে কৃষকরা খুশি। ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও এবার কম ঘটেছে। যে কারণে পাকা ধানের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি।

নয়াহালট গ্রামের কৃষক আখলাকুল ইসলাম বলেন, অন্য বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ধান কর্তন শেষ হবে।