ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১২ পড়া হয়েছে
১৭

জকিগঞ্জ::

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের জকিগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালত জকিগঞ্জের উদ্যোগে সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গন হতে র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের সভাপতিত্বে ও পেশকার মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, প্যানেল আইনজীবী ফজলুল হক, আইনজীবী মো. কাওছার রশিদ বাহার, আইনজীবী মঈন উদ্দিন, আইনজীবী মোয়াজ্জেম হোসাইন প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইডের বিশেষ কমিটির সদস্যগণ, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সিএসআই সেলিম বাহারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চৌকি আদালতের স্টেনো-টাইপিস্ট মো. শাকিল।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের মাধ্যমে জনগণ আইনগত সহায়তা সম্পর্কে বিস্তারিত জানতে পারে। বিরোধে বা দ্বন্দ্বে জড়ালে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা নিয়ে আপস নিষ্পত্তি করতে পারে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় ও যুগোপযোগী উদ্যোগ। বক্তরা আইনগত সহায়তা ক্রমবর্ধমান হারে অব্যাহত রেখে পরিধি বৃদ্ধি করার আহবান জানান এবং জকিগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল এইড অফিসকে আইনী সেবাগ্রহিতাবান্ধব করে তোলার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র যতদিন থাকবে মানুষের স্বার্থের সংঘাত দ্বন্দ্ব ততদিন থাকবে। কিন্তু এই দ্বন্দ্বকে স্থায়ীরূপ দেওয়া যাবেনা। লিগ্যাল এইড অফিসের সহায়তায় দ্বন্দ্বের আপস-মীমাংসা করতে হবে। জনগণের জন্য সব ধরণের আইনীসেবা উন্মুক্ত। লিগ্যাল এইড অফিসে সরাসরি কিংবা অনলাইন আবেদনের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এছাড়া টোল ফ্রি হেল্পলাইন ১৬৪৩০ নাম্বারে কল করে বিচারপ্রার্থীরা আইনগত পরামর্শ নিতে পারেন। জকিগঞ্জ চৌকি আদালতের অফিস বিচার প্রত্যাশীদের জন্য সর্বদা খোলা আছে। লিগ্যাল এইড বিশেষ কমিটির কার্যক্রম চলমান থাকবে এবং আরও সেবা বান্ধব করার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ঢাকার তিনটি আসনে ‘বিশেষ বরাদ্দ: যা জানালেন উপদেষ্টা

Follow for More!

জকিগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রকাশিত: ০৬:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৭

জকিগঞ্জ::

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের জকিগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালত জকিগঞ্জের উদ্যোগে সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গন হতে র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের সভাপতিত্বে ও পেশকার মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, প্যানেল আইনজীবী ফজলুল হক, আইনজীবী মো. কাওছার রশিদ বাহার, আইনজীবী মঈন উদ্দিন, আইনজীবী মোয়াজ্জেম হোসাইন প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইডের বিশেষ কমিটির সদস্যগণ, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সিএসআই সেলিম বাহারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চৌকি আদালতের স্টেনো-টাইপিস্ট মো. শাকিল।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের মাধ্যমে জনগণ আইনগত সহায়তা সম্পর্কে বিস্তারিত জানতে পারে। বিরোধে বা দ্বন্দ্বে জড়ালে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা নিয়ে আপস নিষ্পত্তি করতে পারে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় ও যুগোপযোগী উদ্যোগ। বক্তরা আইনগত সহায়তা ক্রমবর্ধমান হারে অব্যাহত রেখে পরিধি বৃদ্ধি করার আহবান জানান এবং জকিগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল এইড অফিসকে আইনী সেবাগ্রহিতাবান্ধব করে তোলার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র যতদিন থাকবে মানুষের স্বার্থের সংঘাত দ্বন্দ্ব ততদিন থাকবে। কিন্তু এই দ্বন্দ্বকে স্থায়ীরূপ দেওয়া যাবেনা। লিগ্যাল এইড অফিসের সহায়তায় দ্বন্দ্বের আপস-মীমাংসা করতে হবে। জনগণের জন্য সব ধরণের আইনীসেবা উন্মুক্ত। লিগ্যাল এইড অফিসে সরাসরি কিংবা অনলাইন আবেদনের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এছাড়া টোল ফ্রি হেল্পলাইন ১৬৪৩০ নাম্বারে কল করে বিচারপ্রার্থীরা আইনগত পরামর্শ নিতে পারেন। জকিগঞ্জ চৌকি আদালতের অফিস বিচার প্রত্যাশীদের জন্য সর্বদা খোলা আছে। লিগ্যাল এইড বিশেষ কমিটির কার্যক্রম চলমান থাকবে এবং আরও সেবা বান্ধব করার আশাবাদ ব্যক্ত করেন।